আইনি লড়াইয়ে রিলায়েন্স ফাউন্ডেশনের জয়! 'বনতারা'-কে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

Supreme Court Give Clean Chit To Reliance Foundation Vantara: সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রিলায়েন্স ফাউন্ডেশনের পশু উদ্ধার, যত্ন এবং পুনর্বাসন কেন্দ্র বনতারা। সোমবার দেশের শীর্ষ আদালত বলেছে যে আদালত-নিযুক্ত বিশেষ তদন্ত কমিটির দাখিল করা রিপোর্টে বনতারাকে ক্লিন চিট দেওয়া হয়েছে।

News18
News18
সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রিলায়েন্স ফাউন্ডেশনের পশু উদ্ধার, যত্ন এবং পুনর্বাসন কেন্দ্র বনতারা। সোমবার দেশের শীর্ষ আদালত বলেছে যে আদালত-নিযুক্ত বিশেষ তদন্ত কমিটির দাখিল করা রিপোর্টে বনতারাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানিয়েছে, সমস্ত প্রক্রিয়াগত শর্ত পূরণ করা হলে ‘বনতারা’ প্রকল্পে হাতিগুলিকে স্থানান্তরিত করতে কোনো আপত্তি নেই। একটি জনস্বার্থ মামলায় বনতারায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে হাতি স্থানান্তর নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তার প্রেক্ষিতেই সোমবার এই মন্তব্য শীর্ষ আদালতের।
আদালত চার সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছিল, যার নেতৃত্বে ছিল প্রাক্তন বিচারপতি জাস্তি চেলমেশ্বর। এই কমিটি হাতিগুলির আইনসম্মত অধিগ্রহণ, কল্যাণ, এবং বনতারা প্রকল্পে আর্থিক স্বচ্ছতা নিয়ে তদন্ত করেছে। এর পাশাপাশি, বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ও আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্বও কমিটির ওপর ছিল।
advertisement
সুপ্রিম কোর্ট জানায়, তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং তাতে বনতারার আইনগত ও নীতিগত নিয়ম মেনে চলার বিষয়টি তুলে ধরা হয়েছে। বিচারপতিরা বলেন, “যদি নিয়ম মেনে হাতিগুলি স্থানান্তর করা হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই।”
advertisement
বনতারা এবং অনন্ত আম্বানির পক্ষে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে। তিনি বলেন,”আন্তর্জাতিক কিছু দেশ যারা নিজ দেশে শিকারকে বৈধতা দিয়েছে, তারা ভারতের এই উদ্যোগকে অযথা সমালোচনা করছে, কারণ ভারত ভালো কিছু করছে।” এছাড়া তিনি জানান, তদন্ত কমিটির সঙ্গে বনতারার কর্মীরা পূর্ণ সহযোগিতা করেছে।
advertisement
তবে সালভে উল্লেখ করেন যে, তদন্ত রিপোর্টে কিছু মালিকানাধীন ও গোপন তথ্য রয়েছে যা জনসমক্ষে প্রকাশ করা অনুচিত। সুপ্রিম কোর্টও জানায়, তারা এখনও রিপোর্টটি খোলেনি এবং যথাসময়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারপতিরা কমিটির কাজের দ্রুততার প্রশংসাও করেন। রিলায়েন্স ফাউন্ডেশন এই তদন্তকে স্বাগত জানিয়েছে এবং আগামীতেও তারা পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আইনি লড়াইয়ে রিলায়েন্স ফাউন্ডেশনের জয়! 'বনতারা'-কে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement