IND vs PAK: কেন হ্যান্ডশেক করেনি? ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল পাকিস্তান! এবার কী হবে?

Last Updated:

Asia Cup 2025, IND vs PAK: দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের এক হাইভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

News18
News18
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের এক হাইভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি দলের সঙ্গে হ্যান্ডশেক না করা নিয়ে সরাসরি মাঠ ছেড়ে চলে যান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই আচরণকে “অখেলোয়াড়সুলভ” আখ্যা দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে সরকারিভাবে অভিযোগ জানিয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে দলীয় ম্যানেজার নবীদ চীমা ভারতীয় দলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। PCB-এর বিবৃতিতে বলা হয়, এই আচরণ খেলোয়াড়সুলভ মনোভাব ও ক্রিকেটের চেতনার পরিপন্থী। ম্যাচের আগে টসের সময়ও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করেননি, যা ম্যাচ পূর্ববর্তী সৌহার্দ্য নীতির লঙ্ঘন হিসেবেই দেখা হচ্ছে।
advertisement
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পরে সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা দিয়ে বলেন, “সঠিক সময়ে, আমরা পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির পাশে দাঁড়াতে চাই। আমরা আমাদের সংহতি ও সমবেদনা প্রকাশ করছি। আমি এই জয় ভারতের সমস্ত সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই যারা অসীম সাহসিকতা দেখিয়েছেন। আশা করি, তারা আমাদের অনুপ্রাণিত করে যাবেন এবং আমরা তাদের আরও গর্বিত করার মতো পারফরম্যান্স দিতে পারব, যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারি।”
advertisement
advertisement
এই ঘটনার ফলে আগামীতে দুই দেশের মধ্যে সম্ভাব্য আরও ম্যাচকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। উভয় দল এশিয়া কাপের শেষপর্যায়ে আরও দু’বার মুখোমুখি হতে পারে। তবে মাঠের পারফরম্যান্স ছাড়াও কূটনৈতিক ও আবেগঘন প্রেক্ষাপটে দুই দলের আচরণ নিয়েই আলোচনা তীব্র হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: কেন হ্যান্ডশেক করেনি? ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল পাকিস্তান! এবার কী হবে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement