Suryakumar Yadav: ম্যাচ শেষে কেন করেননি হ্যান্ডশেক? যা জবাব দিল ভারত অধিনায়ক! কল্পনার বাইরে

Last Updated:

India vs Pakistan: এশিয়া কাপের লিগ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৭ উইকেটের জয় এক অন্য মাত্রা পেয়েছে। ম্যাচ শেষে ভারতীয় দলের খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে প্রচলিত করমর্দনের রীতিতে অংশ না নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন।

News18
News18
এশিয়া কাপের লিগ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৭ উইকেটের জয় এক অন্য মাত্রা পেয়েছে। ম্যাচ শেষে ভারতীয় দলের খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে প্রচলিত করমর্দনের রীতিতে অংশ না নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। এই সিদ্ধান্ত ছিল পূর্বনির্ধারিত এবং তাতে দলের সাপোর্ট স্টাফ ও বিসিসিআই-এর অনুমোদন ছিল বলেও মনে করা হচ্ছে।
ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচশেষে এক বিবৃতিতে জানান, এই জয়টি ভারতের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, “আমরা এখানে শুধুই খেলতে এসেছিলাম। আমরা খেলার মধ্য দিয়ে তাদের জবাব দিয়েছি। কিছু বিষয় স্পোর্টসম্যানশিপের উর্ধ্বে। ‘অপারেশন সিন্দুর’-এ অংশ নেওয়া সেনাবাহিনী এবং পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারদেরও পাশে আছি আমরা।”
এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নির্বাচারে গুলি করে ভারতীয়দের হত্যা করা হয়। এর জবাবে ভারত সরকার সীমান্ত পারের সন্ত্রাসী ঘাঁটিতে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে। এই ঘটনার পর ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়ে পড়ে এবং ম্যাচ বয়কটের ডাক ওঠে। তবুও ম্যাচটি সম্পন্ন হয়, যেখানে ৮৫% দর্শকই ছিলেন ভারতীয় সমর্থক।
advertisement
advertisement
মাঠে ভারতের স্পিনাররা দারুণ পারফর্ম করেন। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী পাকিস্তানের ব্যাটসম্যানদের পুরোপুরি দিশেহারা করে দেন। পাকিস্তান মাত্র ১২৭ রানে থেমে যায়, যা ছিল ম্যাচের প্রেক্ষাপটে অন্তত ৫০ রান কম।
advertisement
শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের একটি বিশাল ছক্কায় ভারত জয় নিশ্চিত করে। কিন্তু ম্যাচের পর পাকিস্তান দলের করমর্দনের আহ্বানে সাড়া না দিয়ে ভারত স্পষ্ট করে দিয়েছে যে, কিছু জবাব শুধু খেলার মধ্যেই নয়, নীরব অবস্থান নিয়েও দেওয়া যায় — বিশেষ করে যখন তা দেশের গৌরব এবং আত্মত্যাগের প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Suryakumar Yadav: ম্যাচ শেষে কেন করেননি হ্যান্ডশেক? যা জবাব দিল ভারত অধিনায়ক! কল্পনার বাইরে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement