সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন স্থগিত রাখল আদালত
Last Updated:
প্রভাবশালী তত্ত্বেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় অনড় সিবিআই।
#ভুবনেশ্বর: প্রভাবশালী তত্ত্বেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় অনড় সিবিআই। সোমবার ওড়িশা হাইকোর্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি হয়। তৃণমূলের লোকসভার দলনেতা কতটা প্রভাবশালী তা বোঝাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুবনেশ্বর সফরের প্রসঙ্গও টেনে আসেন সিবিআই।
তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী এসে সুদীপকে হাসপাতালে এসে দেখে যাচ্ছেন, এতেই তার প্রভাব-প্রতিপত্তির প্রমাণিত হয়। সুদীপ রোজভ্যালির থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও আদালতে দাবি করে সিবিআই। সুদীপকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হবে। এই আশঙ্কা থেকেই তাঁর জামিনের বিরোধিতা সিবিআইয়ের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2017 6:12 PM IST