Viral Video | King Cobra: লেজ ধরতেই একেবারে ফণা তুলে দাঁড়াল কিং কোবরা ! হাড়-হিম করা ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video Of King Cobra: আচমকাই কোবরাটি লাফিয়ে একেবারে ফণা তুলে দাঁড়িয়ে পড়ে ৷ ভয়ে বনবিভাগের ওই কর্মীর হাত থেকে কাঠটি পড়ে যায় ৷

নয়াদিল্লি: ‘কিং কোবরা’-কে বাগে আনা যে এত সহজ কাজ নয় ৷ তা এই ভিডিওটা দেখলেই স্পষ্ট ৷ ঘরের ভিতর ঢুকে পড়া একটি কোবরাকে বের করার জন্য এসেছিলেন বনবিভাগের (Indian Forest Service) এক অফিসার ৷ দরজার বাইরে থেকে কোবরার বিশাল লেজটাই শুধু দেখা যাচ্ছিল ৷ সেই লেজ ধরেই কোবরাটিকে বাইরে বের করে আনার চেষ্টা করছিলেন তিনি ৷ কিন্তু তারপরেই যা ঘটল, ভয়ে হাড়-হিম হওয়ার মতোই !
আচমকাই কোবরাটি লাফিয়ে একেবারে ফণা তুলে দাঁড়িয়ে পড়ে ৷ ভয়ে বনবিভাগের ওই কর্মীর হাত থেকে কাঠটি পড়ে যায় ৷ তিনি নিজেও কিছুটা দূরে সরে যান ৷ আসলে এমনটা যে হবে, কল্পনাও করতে পারেননি তিনি ৷
advertisement
advertisement
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল ৷ নেটিজেনরা প্রত্যেকেই এই ভিডিও দেখে ভয় পেয়েছেন ৷ কিং কোবরা যে কতটা ভয়ঙ্কর, তা বুঝতে আর কারোরই সমস্যা হওয়ার কথা নয় ৷ কারণ, এক ছোবলেই ছবি ! নিশ্চিত মৃত্যুর হাত থেকেই বাঁচলেন ওই অফিসার ৷ কোবরাটি ঘুরে দাঁড়িয়ে বনবিভাগের কর্মীকে ছোবল মারলেই বড়সড় বিপদ ঘটতে পারত ৷ কোবরাটি যখন ফণা তুলে দাঁড়ায়, তখন সেটির উচ্চতা হবে প্রায় ৪ ফুট ৷ ভিডিওটি এখন যথেষ্ট ভাইরাল ৷ ইতিমধ্যেই আড়াই লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে ৷ প্রত্যেকেই তা দেখে চমকে উঠেছেন ৷
advertisement
বনবিভাগের অফিসার পরভীন কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তাতে তিনি লেখেন, কীভাবে কিং কোবরার মতো ভয়ঙ্কর সাপকে উদ্ধার করতে হয়, দেখে নিন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video | King Cobra: লেজ ধরতেই একেবারে ফণা তুলে দাঁড়াল কিং কোবরা ! হাড়-হিম করা ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement