Viral Video | King Cobra: লেজ ধরতেই একেবারে ফণা তুলে দাঁড়াল কিং কোবরা ! হাড়-হিম করা ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video Of King Cobra: আচমকাই কোবরাটি লাফিয়ে একেবারে ফণা তুলে দাঁড়িয়ে পড়ে ৷ ভয়ে বনবিভাগের ওই কর্মীর হাত থেকে কাঠটি পড়ে যায় ৷

নয়াদিল্লি: ‘কিং কোবরা’-কে বাগে আনা যে এত সহজ কাজ নয় ৷ তা এই ভিডিওটা দেখলেই স্পষ্ট ৷ ঘরের ভিতর ঢুকে পড়া একটি কোবরাকে বের করার জন্য এসেছিলেন বনবিভাগের (Indian Forest Service) এক অফিসার ৷ দরজার বাইরে থেকে কোবরার বিশাল লেজটাই শুধু দেখা যাচ্ছিল ৷ সেই লেজ ধরেই কোবরাটিকে বাইরে বের করে আনার চেষ্টা করছিলেন তিনি ৷ কিন্তু তারপরেই যা ঘটল, ভয়ে হাড়-হিম হওয়ার মতোই !
আচমকাই কোবরাটি লাফিয়ে একেবারে ফণা তুলে দাঁড়িয়ে পড়ে ৷ ভয়ে বনবিভাগের ওই কর্মীর হাত থেকে কাঠটি পড়ে যায় ৷ তিনি নিজেও কিছুটা দূরে সরে যান ৷ আসলে এমনটা যে হবে, কল্পনাও করতে পারেননি তিনি ৷
advertisement
advertisement
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল ৷ নেটিজেনরা প্রত্যেকেই এই ভিডিও দেখে ভয় পেয়েছেন ৷ কিং কোবরা যে কতটা ভয়ঙ্কর, তা বুঝতে আর কারোরই সমস্যা হওয়ার কথা নয় ৷ কারণ, এক ছোবলেই ছবি ! নিশ্চিত মৃত্যুর হাত থেকেই বাঁচলেন ওই অফিসার ৷ কোবরাটি ঘুরে দাঁড়িয়ে বনবিভাগের কর্মীকে ছোবল মারলেই বড়সড় বিপদ ঘটতে পারত ৷ কোবরাটি যখন ফণা তুলে দাঁড়ায়, তখন সেটির উচ্চতা হবে প্রায় ৪ ফুট ৷ ভিডিওটি এখন যথেষ্ট ভাইরাল ৷ ইতিমধ্যেই আড়াই লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে ৷ প্রত্যেকেই তা দেখে চমকে উঠেছেন ৷
advertisement
বনবিভাগের অফিসার পরভীন কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তাতে তিনি লেখেন, কীভাবে কিং কোবরার মতো ভয়ঙ্কর সাপকে উদ্ধার করতে হয়, দেখে নিন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video | King Cobra: লেজ ধরতেই একেবারে ফণা তুলে দাঁড়াল কিং কোবরা ! হাড়-হিম করা ভিডিও ভাইরাল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement