Petrol,Diesel Prices Today: টানা চতুর্থ দিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত, আপনার শহরে দাম কত? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Petrol and Diesel Price Today September 9, 2021: IOCL-এর তরফে প্রতিদিন সকাল ৬টা নাগাদ পেট্রোল-ডিজেলের দামের তালিকা প্রকাশিত হয় ৷ আপনার শহরে জ্বালানির দাম জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন ৷
নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের দামে বৃহস্পতিবারও কোনও বদল ঘটেনি ৷ দেশের মেট্রো শহরগুলির পাশাপাশি বিভিন্ন রাজ্যের রাজধানীগুলিতে একই রয়েছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) দাম ৷ IOCL-এর তরফে প্রতিদিন সকাল ৬টা নাগাদ পেট্রোল-ডিজেলের দামের তালিকা প্রকাশিত হয় ৷ আপনার শহরে জ্বালানির দাম জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন ৷ পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতেই দাম কমতে শুরু করেছে জ্বালানির ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে পেট্রোল-ডিজেলের দাম ৷ তার উপরেই প্রতিদিন কত দাম হবে, তা ঠিক করা হয় ৷ গত কয়েক মাসে যে হারে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম, তাতে স্বভাবতই সাধারণ মানুষের মাথায় চিন্তার হাত ৷ দেশের অধিকাংশ শহরেই ১০০ পেরিয়েছে পেট্রোলের দাম ৷ দাম বেড়েছে ডিজেলেরও ৷ পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম ৷ এই ভাবে জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ ৷ তাই সম্প্রতি কয়েক পয়সা করে হলেও দাম কিছুটা কমায় স্বস্তিতে দেশবাসী ৷
গত রবিবার সরকারি তেল সংস্থাগুলির তরফে প্রতি লিটারে প্রায় ১৫ পয়সা দাম কমানো হয় পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel) ৷ অন্যদিকে, ডিজেলের দামও লিটার প্রতি লিটারে ১০-১৫ পয়সা কমানো হয় ৷ এরপর আর দামের হেরফের হয়নি ৷ গত কয়েক দিনের মতো আজ, বৃহস্পতিবারও নতুন করে দাম বাড়েনি পেট্রোল-ডিজেলের ৷ IOCL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০১.১৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৮.৬২ টাকা প্রতি লিটার ৷
advertisement
advertisement
পেট্রোল-ডিজেলের দাম আজ ৯ সেপ্টেম্বর কোথায় কত ? (Petrol-Diesel Price on 9th September 2021)
1. দিল্লিতে পেট্রোলের দাম ১০১.১৯ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৮.৬২ টাকা প্রতি লিটার ৷
2. মুম্বইতে পেট্রোলের দাম ১০৭.২৬ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৬.১৯ টাকা প্রতি লিটার ৷
advertisement
3. চেন্নাইতে পেট্রোলের দাম ৯৮.৯৬ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৩.২৬ টাকা প্রতি লিটার ৷
4. কলকাতায় পেট্রোলের দাম ১০১.৭২ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯১.৮৪ টাকা প্রতি লিটার ৷
advertisement
5. নয়ডায় পেট্রোলের দাম ৯৮.৫২ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৮৯.২১ টাকা প্রতি লিটার ৷
6. জয়পুরে পেট্রোলের দাম ১০৮.১৭ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৭.৭৬ টাকা প্রতি লিটার ৷
7. ভোপালে পেট্রোলের দাম ১০৯.৬৩ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৭.৪৩ টাকা প্রতি লিটার ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2021 7:22 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol,Diesel Prices Today: টানা চতুর্থ দিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত, আপনার শহরে দাম কত? জেনে নিন