প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে ভারতের প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি
Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯ এ প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে ভারতের মুখ্য অতিথি হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। এই মুহূর্তে আর্জেন্টিনায় G20 সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেখানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি । মোদির আমন্ত্রণ গ্রহণও করেছেন রামাফোসা।
মহাত্মা গান্ধির ১০৫ তম জন্মবার্ষিকীও পালন করতে চলেছে কেন্দ্র ও সেই প্রসঙ্গেই মোদি জানিয়েছেন গান্ধিজীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্ক সকলেরই জানা ও এই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়ে তিনি খুশি। অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে । ভারত-দক্ষিণ আফ্রিকার সম্পর্ক আরও সুদৃঢ় করবে এই অনুষ্ঠান, জানিয়েছেন মোদি ।
advertisement
Glad to have met President @CyrilRamaphosa. At a time when India is marking the 150th birth anniversary of Mahatma Gandhi, it is our honour to welcome President Ramaphosa as the Chief Guest for the 2019 Republic Day celebrations. Bapu's close link with South Africa is well known. pic.twitter.com/mGnN0mDj0L
— Narendra Modi (@narendramodi) December 1, 2018
advertisement
advertisement
মোদির আমন্ত্রণে সায় দিয়েছেন রামাফোসা ।এছাড়া, ২০১৯ এ ভারতে আসতে পারেন আর্জেন্টিনার রাষ্ট্রপতিও, জানিয়েছেন বিদেশসচিব বিজয় গোখলে।
Foreign Secretary Vijay Gokhale: PM had a number of bilateral engagements this morning.Argentina PM is keen to make a visit to India in 2019. PM extended South Africa Pres Cyril Ramaphosa invitation to be chief guest for India's Republic Day in 2019& Ramaphosa accepted.#G20Summit pic.twitter.com/DinFx7zdTV — ANI (@ANI) December 1, 2018
advertisement
যদিও এর আগে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তিনি ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2018 8:15 AM IST