Success story: ১৯ লক্ষের চাকরি পেলেন ট্রাক ড্রাইভারের ছেলে! সাফল্যের রহস্য জানলে অবাক হবেন

Last Updated:

স্বপ্ন দেখলে তা পূরণ হবেই, অন্তত যদি পরিশ্রম করা যায়। একথা সত্যি করে দেখিয়ে দিলেন মধ্যপ্রদেশের এক যুবক।

মধ্যপ্রদেশ: স্বপ্ন দেখলে তা পূরণ হবেই, অন্তত যদি পরিশ্রম করা যায়। একথা সত্যি করে দেখিয়ে দিলেন মধ্যপ্রদেশের এক যুবক। ট্রাকচালকের ছেলে হিসেবে সারা জীবন কষ্ট করেই লেখাপড়া করতে হয়েছে তাঁকে। কিন্তু এবার নিজের জীবনে সাফল্যের মুখ দেখতে চলেছেন তিনি। তাও এমন ভাবে, যে সারা রাজ্যে শুরু হয়েছে তাঁকে নিয়ে আলোচনা।
জানা গিয়েছে, চিত্রকূট জেলার বাসিন্দা সন্দীপ সিং সম্প্রতি চাকরি পেয়েছেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে। এজন্য তাঁকে বার্ষিক ১৯ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর তারপরেই জোর আলোচনা চলছে সন্দীপকে নিয়ে।
স্থানীয় এক ট্রাকচালক রামনরেশ সিংকে এতদিন প্রায় কেউ চিনতেনই না। চিত্রকূটে সাদামাটা সংসারে নুন আনতে পান্তা ফুরাতো অনেক সময়। দীর্ঘদিন ধরেই রামনরেশ বহু বছর ধরে রুটি-রুজির জন্য ট্রাক চালাচ্ছেন। কিন্তু ছেলের পড়াশোনায় কখনও খামতি থাকেনি। সেই ছেলের জন্যই এবার রামনরেশের নাম ফিরছে লোকের মুখে মুখে। মাথা উঁচু করে যেন তাকাতে হচ্ছে তাঁর দিকে। তাঁদের বাড়িতে এখন উপচে পড়ছে ভিড়। প্রতিবেশী, আত্মীয়, বন্ধুরা সকলেই বাড়িতে গিয়ে রামনরেশকে অভিনন্দন জানিয়ে আসছেন। পুরো পরিবার ভাসছে খুশিতে।
advertisement
advertisement
ছেলের সাফল্যে যারপর নাই খুশি রামনরেশ। তিনি বলেন, ‘আসলে সবই ঈশ্বরের উপহার। আমার ছেলে এত কিছু করতে পারবে, সত্যিই কখনও ভাবিনি। কিন্তু আমার স্বপ্ন সত্যি হল। আমার ছেলের পরিশ্রম সফল হল।’
এক সাধারণ ট্রাক চালকের ছেলে সন্দীপ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ১৯ লক্ষ টাকার চাকরি পেয়েছেন। ক্যাম্পাস প্লেসমেন্টেই এসেছে তাঁর এই সাফল্য। শুধু পরিবার নয়, কলেজের শিক্ষকরাও দারুন খুশি সন্দীপের এই সাফল্যে।
advertisement
চিত্রকূটের বাসিন্দা সন্দীপের পড়াশোনা শুরু হয়েছিল বেদি পুলিয়ার বৈজনাথ ভরদ্বাজ সরস্বতী বিদ্যামন্দির থেকে। এখান থেকেই ইন্টারমিডিয়েট পাশ করে সন্দীপ জয়পুরের এনআইটি-তে চলে যান। বাড়ি থেকে অনেক দূরের কলেজে গিয়েছিলেন শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করার ইচ্ছে থেকে। সেই ইচ্ছেশক্তির জোরেই সাফল্য এসেছে। স্বপ্ন পূরণ হয়েছে তাঁর বাবারও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Success story: ১৯ লক্ষের চাকরি পেলেন ট্রাক ড্রাইভারের ছেলে! সাফল্যের রহস্য জানলে অবাক হবেন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement