চলন্ত রথে আচমকা আগুন! ঝলসে মৃত্যু অন্তত ৬ জনের, উল্টোরথে মর্মান্তিক কাণ্ড

Last Updated:

fire in jagannath chariot in tripura: দেখতে দেখতে ভয়ঙ্কর আগুন, ঝলসে গেলেন অন্তত ৬ জন। উল্টোরথে ভয়ঙ্কর কাণ্ড।

আগরতলা: উল্টোরথে মর্মান্তিক কাণ্ড। চলন্ত রথে আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। মৃত্য়ু অন্তত ৬ জনের।
উল্টোরথে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল ত্রিপুরার কুমারঘাটে। বিশেষ ডিজাইনে তৈরি সেই রথে অনেকেই সওয়ার ছিলেন। রথের ভিতরে থাকা প্রত্য়েকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। দেখতে দেখতে প্রাণ হারান অন্তত ৬ জন। তবে স্থানীয়রা বলছেন, কমপক্ষে ৯ জন্র মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়।
আরও পড়ুন- বুস্টার ডোজ রেজিস্ট্রেশনের নামে প্রতারণার ছক! কী ভাবে? জানলে অবাক হবেন
কীভাবে ঘটল এমন ভয়ঙ্কর দুর্ঘটনা! জানা গিয়েছে, রথের একটি লোহার অংশ আচমকা বৈদ্যুতিক তার স্পর্শ করে। অজান্তেই  মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকেই। সবার সামনে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁদের বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখেও কারও কিছু করার ছিল না সেই সময়।
advertisement
advertisement
আরও পড়ুন- বাল্য বিবাহের পরেই বন্ধ হতে বসেছিল পড়াশোনা,ডাক্তারি পড়ার স্বপ্নে তারপর কী ঘটল?
এর পরই রথে আগুন ধরে যায়। ততক্ষণে অনেকেই প্রাণ হারিয়েছেন। ভয়ানক দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন অনেকেই। জানা গিয়েছে, রথের দড়ি টানছিলেন যাঁরা, তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
চলন্ত রথে আচমকা আগুন! ঝলসে মৃত্যু অন্তত ৬ জনের, উল্টোরথে মর্মান্তিক কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement