হোম /খবর /দেশ /
বরফের সাদা চাদরে ঢাকল সিমলা! উৎফুল্ল পর্যটকরা, দেখুন প্রথম তুষারপাতের ছবি...

বরফের সাদা চাদরে ঢাকল সিমলা! উৎফুল্ল পর্যটকরা, দেখুন প্রথম তুষারপাতের ছবি...

সোমবারও বেশকিছু খালি এলাকায় বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#সিমলা: বছর শেষে প্রথম তুষারবাত সিমলায়! একেবারে সাদা চাদরে মুড়ে গেল শহর৷ বড়দিন, নতুন বছরের ছুটি নিয়ে যারা এসেছেন সিমলায় বেড়াতে, তারা খুবই খুশি৷ গতকাল, রবিবার, রাত ৯.১৫ নাগাদ মল রোড, জাখু, ছোটা সিমলা এবং শহরের অন্যান্য জায়গায় হাল্কা তুষারপাত হয়৷ হিমাচল প্রদেশের আরও বেশ কিছু খালি এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

কেইলং, কল্পা, মানালি সহ বেশ কিছু জায়গায় তাপমাত্রা শূন্যের নিচে চলে গিয়েছিল৷ ফলে কনে কনে ঠান্ডা অনুভূত হয়৷ সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লাউল-স্ফীতির কেইলং-এ৷ মাইনাস ১১.৬ ডিগ্রি সলসিয়াস ছিল সেখানে, জানিয়েছেন আবহাওয়া দফতর, সিমলা ডেরেক্টর, মনমোহন সিং৷

অন্যদিকে কিন্নউর জেলার কল্পা এবং কুলু জেলার মানালিতে তাপমাত্রা ছিল -৩.৪ ডিগ্রি এবং -০.৬ ডিগ্রি৷ হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমেছিল মান্ডি, ভুন্তর, সুন্দরনগর, সোলান৷ তাপমাত্রা ছিল যথাক্রমে -২, -১.৬, -১.২, এবং -০.৫ ডিগ্রি৷ অন্যদিকে ডালহৌসি এবং কুফরির তাপমাত্রাও নেমেছিল ২.৯ এবং ৩.৬ ডিগ্রিতে৷ যা এই মরসুমের রেকর্ড৷ সিমলায় ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস৷

যদিও কাংগ্রার তাপমাত্রা ছিল সব থেকে বেশি, ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস৷ সোমবারও বেশকিছু খালি এলাকায় বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Snowfall