Cyber Crime: অনেকের পাশে দাঁড়িয়ে আছেন মেসি! সোশ্যাল মিডিয়া ছেয়েছে এই ছবিতে, এআই দিয়ে এমন কাজ ফেলতে পারে বিপদে

Last Updated:
Cyber Crime : AI মাধ্যমে সেলিব্রেটিদের সঙ্গে নিজের ফটো বানাচ্ছেন ? জানেন কোন বিপদ থেকে আনছেন আপনি ? সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে আট থেকে আশি সকলেই আর এই ট্রেন্ডের নতুন সংযোজন সেলিব্রেটিদের সঙ্গে ফটো আপলোড।
1/7
AI মাধ্যমে সেলিব্রেটিদের সঙ্গে নিজের ফটো বানাচ্ছেন ? জানেন কোন বিপদ থেকে আনছেন আপনি ? সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে আট থেকে আশি সকলেই আর এই ট্রেন্ডের নতুন সংযোজন সেলিব্রেটিদের সঙ্গে ফটো আপলোড। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
AI দিয়ে সেলিব্রেটিদের সঙ্গে নিজের ফটো বানাচ্ছেন? জানেন কোন বিপদ থেকে আনছেন আপনি? সোশ্যাল মিডিয়ার দৌলতে নতুন নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে আট থেকে আশি সকলেই। আর এই ট্রেন্ডের নতুন সংযোজন সেলিব্রেটিদের সঙ্গে ফটো আপলোড। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে AI ছবি দিচ্ছেন অনেকেই আর এই ট্রেন্ড আরও বেড়েছে মেসি আসার পরে।সম্প্রতি কলকাতায় এসেছিলেন মেসি কিন্তু দর্শকরা তাকে ঠিকভাবে দেখতে পাননি আর তারপরেই যেন মেসির সঙ্গে AI ছবি বানাচ্ছে সকলে ।
বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে AI ছবি দিচ্ছেন অনেকেই। আর এই ট্রেন্ড আরও বেড়েছে মেসি আসার পর। সম্প্রতি কলকাতায় এসেছিলেন মেসি। কিন্তু দর্শকরা তাঁকে ঠিকভাবে দেখতে পাননি। আর তার পরই মেসিকে সঙ্গে নিয়ে AI ছবি বানাচ্ছে সকলে ।
advertisement
3/7
কিন্তু আপনি কি জানেন সেলিব্রেটিদের সঙ্গে AI ছবি বানাতে গিয়ে আপনি নিজেই ডেকে আনছেন বিপদ? আপনার যেকোনও ব্যক্তিগত ছবি চলে যেতে পারে সাইবার অপরাধীদের কাছে,যে কোনও দিন আপনি হতে পারেন সাইবার অপরাধের শিকার।
কিন্তু আপনি কি জানেন, সেলিব্রেটিদের সঙ্গে AI ছবি বানাতে গিয়ে আপনি নিজেই ডেকে আনছেন বিপদ? আপনার যেকোনও ব্যক্তিগত ছবি চলে যেতে পারে সাইবার অপরাধীদের কাছে,যে কোনও দিন আপনি হতে পারেন সাইবার অপরাধের শিকার।
advertisement
4/7
পূর্ব বর্ধমান জেলা পুলিশের কর্মরত এসআই তথা সাইবার বিশেষজ্ঞ স্নেহাশীষ চৌধুরী বলেন, ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে আমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ-এর মাধ্যমে AI ছবি বানাচ্ছি কিন্তু নিজেদের অজান্তেই ফোনের গ্যালারির অ্যাক্সেস দিয়ে দিচ্ছি ওই অ্যাপে। ফলে আমাদের ফোনের সম্পূর্ণ গ্যালারির এক্সেস পেয়ে যাচ্ছে তারা।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের কর্মরত এসআই তথা সাইবার বিশেষজ্ঞ স্নেহাশীষ চৌধুরী বলেন, ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে আমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ-এর মাধ্যমে AI ছবি বানাচ্ছি। কিন্তু নিজেদের অজান্তেই ফোনের গ্যালারির অ্যাক্সেস দিয়ে দিচ্ছি ওই অ্যাপে। ফলে আমাদের ফোনের সম্পূর্ণ গ্যালারির এক্সেস পেয়ে যাচ্ছে তারা।
advertisement
5/7
এতে একদিকে যেমন আপনার যে কোনও ব্যক্তিগত তথ্য পেয়ে যেতে পারে অন্য কেউ ঠিক তেমনই সাইবার অপরাধীরা আপনার ছবিও বিকৃত করে ব্যবহার করতে পারে যে কোন জায়গায়।
এতে একদিকে যেমন আপনার যে কোনও ব্যক্তিগত তথ্য পেয়ে যেতে পারে অন্য কারও কাছে, ঠিক তেমনই সাইবার অপরাধীরা আপনার ছবিও বিকৃত করে ব্যবহার করতে পারে যে কোনও জায়গায়।
advertisement
6/7
আবার অনেক সময় মজার ছলে AI দিয়ে আমরা অন্য ব্যক্তির সঙ্গে নানান রকম ছবিও বানাই। সামাজিক মাধ্যমে সেইসব ছবি পোস্টও করি কিন্তু অনেক সময় সেই ছবি যে AI দ্বারা তৈরি সেই তথ্য লিখি না। এই ধরনের পোস্টে অন্য কোন ব্যক্তির যদি সম্মানহানি হচ্ছে বলে তিনি মনে করেন, তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
আবার অনেক সময় মজার ছলে AI দিয়ে আমরা অন্য ব্যক্তির সঙ্গে নানা রকম ছবিও বানাই। সামাজিক মাধ্যমে সেসব ছবি পোস্টও করি। কিন্তু অনেক সময় সেই ছবি যে AI দ্বারা তৈরি সেই তথ্য লিখি না। এই ধরনের পোস্টে অন্য কোনও ব্যক্তির যদি সম্মানহানি হচ্ছে বলে তিনি মনে করেন, তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
advertisement
7/7
এর থেকে মুক্তির উপায় কী ?একটাই উপায় যেকোনো থার্ড পার্টি অ্যাপ-কে নিজের গ্যালারির সমস্ত এক্সেস না দেওয়া এবং এই ধরনের ট্রেন্ড থেকে বিরত থাকা। আর যদি কোন ভাবে সাইবার অপরাধের শিকার হন সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
এর থেকে মুক্তির উপায় কী? একটাই উপায় যে কোনও থার্ড পার্টি অ্যাপ-কে নিজের গ্যালারির সমস্ত এক্সেস না দেওয়া এবং এই ধরনের ট্রেন্ড থেকে বিরত থাকা। আর যদি কোনওভাবে সাইবার অপরাধের শিকার হন সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement