Darjeeling News: ফুড ডেলিভারির আড়ালে ভয়ঙ্কর খেলা, চলছিল কোটি কোটি টাকার কারবার! হাতেনাতে ধরল পুলিশ

Last Updated:

Darjeeling News: ফুড ডেলিভারি বয়ের আড়ালে মাদক পাচারের ছক। খড়িবাড়িতে কোটি টাকার মাদক পাচারের নয়া কৌশল। কিন্তু রুখে দিল পুলিশ।

পুলিশের অভিযান
পুলিশের অভিযান
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: ফুড ডেলিভারি বয়ের আড়ালে মাদক পাচারের ছক। খড়িবাড়িতে কোটি টাকার মাদক পাচারের নয়া কৌশল। কিন্তু রুখে দিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বেসরকারি ফুড ডেলিভারি বয়ের আড়ালে মাদক পাচারের ছক কষেছিল কারবারিরা। কিন্তু গোপন সূত্রে ককর পেয়ে হাতেনাতে ধরেছে পুলিশ।
জানা গিয়েছে, পুলিশের অভিযানে ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। গ্ৰেফতার করা হয়েছে অভিযুক্ত ফুড ডেলিভারি বয়কে। ঘোষপুকুর- খড়িবাড়ি রাজ্য সড়কের ডুমরিয়া এলাকায় মাদক পাচার চক্রের ছক রুখে দিল খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনায় উদ্ধার হয়েছে কোটি টাকার মাদক সামগ্রী। জানা গিয়েছে, ধৃত কয়েক বছর ধরে শিলিগুড়ি শহরজুড়ে এক বেসরকারি খাদ্য সরবরাহ সংস্থার ফুড ডেলিভারি বয়ের কাজ করে।
advertisement
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ঘর, সব হারিয়ে পথে বসল পরিবার! বরাতজোরে কোনওমতে প্রাণ রক্ষা
পুলিশ সূত্রে খবর, ফুড ডেলিভারির আড়ালেও মাদক হাতবদলের কাজ ছিল ধৃতের। গভীর রাতে সেই মতো কোটি টাকার ব্রাউন সুগার নিয়ে হাতবদলের উদ্দেশ্যে খড়িবাড়ির আসছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় ওঁত পেতে বসেছিল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত ফুড ডেলিভারি বয় ডুমরিয়া এলাকায় প্রবেশ করতে আটক করে তল্লাশি চালিয়ে ফুড ডেলিভারির বাক্স থেকে মেলে প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার।
advertisement
advertisement
আরও পড়ুন: ফোর্ড থেকে রোলস রয়েস, দেখার মতো সব গাড়ির কালেকশন! নিউটাউন গলফ ক্লাবে চোখধাঁধানো ভিন্টেজ কার শো
মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্ৰেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম সুজিত হাঁসদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। কোথায় এই মাদক হাতবদলের ছক ছিল, আরও কারা এই কারবারে জড়িত, সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করছে পুলিশ। পুলিশের এই কাজে খুশি স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: ফুড ডেলিভারির আড়ালে ভয়ঙ্কর খেলা, চলছিল কোটি কোটি টাকার কারবার! হাতেনাতে ধরল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে জাঁকিয়ে শীত কবে ? থাকছে ঘন কুয়াশার সতর্কতা
রাজ্যে জাঁকিয়ে শীত কবে ? থাকছে ঘন কুয়াশার সতর্কতা
  • রাজ্যে জাঁকিয়ে শীত কবে ?

  • থাকছে ঘন কুয়াশার সতর্কতা

  • আগামী পাঁচ-সাত দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement