Jhargram News: মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ঘর, সব হারিয়ে পথে বসল পরিবার! বরাতজোরে কোনওমতে প্রাণ রক্ষা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Jhargram News: আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ে বাড়ির মধ্যে থাকা আসবাবপত্রে।
ঝাড়গ্রাম, রাজু সিং: আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ে বাড়ির মধ্যে থাকা আসবাবপত্রে। ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার তালগ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে মুহুর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা বাড়িটি।
জানা গিয়েছে, আগুনে পুড়ে বাড়ির সমস্ত কিছু কার্যত ছাইয়ে পরিণত হয়েছে। তবে সময়মতো আগুন নজরে আসায় কোনওমতে রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা। আগুন দেখতে পেয়ে বাড়ির বাইরে ছুটে আসেন পরিবারের সকলে।
আরও পড়ুন: ফোর্ড থেকে রোলস রয়েস, দেখার মতো সব গাড়ির কালেকশন! নিউটাউন গলফ ক্লাবে চোখধাঁধানো ভিন্টেজ কার শো
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ইঞ্জিন ও বেলিয়াবেড়া থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। অন্যদিকে বিধ্বংসী আগুনের জেরে কার্যত সব হারিয়েছেন পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা বলছেন, বরাতজোরে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু আগুনের জেরে ক্ষতিগ্রস্থ পরিবারটি সব হারিয়েছে। আগুনে পুড়ে নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ নথি সহ আসবাবপত্র। আগুন আরও ভয়ানক রূপ নিতে পারত বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
December 17, 2025 9:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ঘর, সব হারিয়ে পথে বসল পরিবার! বরাতজোরে কোনওমতে প্রাণ রক্ষা







