School Closed ||Heatwave: তাপপ্রবাহ চরমে...! এবার বাংলার পথে হাঁটল আরও এক রাজ্য! নেওয়া হল স্কুল বন্ধের সিদ্ধান্ত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
School Closed ||Heatwave: দেশের বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই রাজ্যের স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগরতলা: দেশের বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই রাজ্যের স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই পথে হাঁটলেন প্রতিবেশী রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহাও। ত্রিপুরাতেও বন্ধ রাখা হল স্কুল।
রাজ্যজুড়ে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। এই বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১৮ই এপ্রিল, ২০২৩ থেকে ২৩শে এপ্রিল, ২০২৩ পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। পাশাপাশি রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও এই সময়কালে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
advertisement
advertisement
আবহাওয়ার পরিবর্তনের প্রক্রিয়া অব্যাহত দেশজুড়ে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ ত্রিপুরা ওডিশা, বিহার এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিচ্ছিন্ন অংশগুলিতে তাপপ্রবাহের অবস্থা বিরাজ করতে চলেছে আগামী কয়েকদিন।পাশাপাশি অন্ধ্র ও ওড়িশায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তেলেঙ্গানায় আকাশে মেঘ আছে। তবে কিছু এলাকায় হিটস্ট্রোকের সতর্কতাও জারি করা হয়েছে। রাজধানী দিল্লি সহ বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে।
advertisement
এই পরিস্থিতিতে হাঁসফাঁস অবস্থা। বেশ কিছু রাজ্যে তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে আগামী সপ্তাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই সিদ্ধান্ত নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
April 17, 2023 2:24 PM IST