Right Age For Marriage: সম্পর্ক হবে মজবুত! টিঁকবে যুগের পর যুগ...! এই বয়সে বিয়ে করলে কমবে ডিভোর্সের আশঙ্কা! চমকে দিল গবেষণা

Last Updated:
Right Age For Marriage: এই বয়সে বিয়ে করলে কমবে ডিভোর্সের আশঙ্কা! বিয়ের আদর্শ বয়স কত?
1/7
বিয়ে এমন এক সামাজিক সম্পর্ক যা কোনোদিন কোনও নিয়ম বা হিসেবে নিকেশের তোয়াক্কা করে না। যথার্থই বলা হয়ে থাকে "ম্যারেজেস আর মেড ইন হেভেন"। প্রতীকী ছবি।
বিয়ে এমন এক সামাজিক সম্পর্ক যা কোনোদিন কোনও নিয়ম বা হিসেবে নিকেশের তোয়াক্কা করে না। যথার্থই বলা হয়ে থাকে "ম্যারেজেস আর মেড ইন হেভেন"। প্রতীকী ছবি।
advertisement
2/7
বিয়ের সম্পর্ক, বিয়ের সঠিক বয়স কোনটি, সেটা হিসেব করে বলা মুশকিল। তবে একটা বয়সের পর পরিবার থেকে বিয়ের চাপ আসতে থাকে। মেয়েদের ক্ষেত্রে এটি বেশি হলেও ছেলেরাও এই সমস্যায় ভোগে। প্রতীকী ছবি। 
বিয়ের সম্পর্ক, বিয়ের সঠিক বয়স কোনটি, সেটা হিসেব করে বলা মুশকিল। তবে একটা বয়সের পর পরিবার থেকে বিয়ের চাপ আসতে থাকে। মেয়েদের ক্ষেত্রে এটি বেশি হলেও ছেলেরাও এই সমস্যায় ভোগে। প্রতীকী ছবি। 
advertisement
3/7
বিভিন্ন গবেষণায় দাবি করা হয়, সঠিক বয়সে বিয়ে করলে নাকি পুরুষের আয়ু বেড়ে যায়। এই আয়ু বাড়ার মানে সুস্থভাবে দীর্ঘ জীবনযাপন করা। অনেকে মনে করেন, পুরুষরা একটু দেরিতে বিয়ে করলেই বোধহয় ভাল। প্রতীকী ছবি।
বিভিন্ন গবেষণায় দাবি করা হয়, সঠিক বয়সে বিয়ে করলে নাকি পুরুষের আয়ু বেড়ে যায়। এই আয়ু বাড়ার মানে সুস্থভাবে দীর্ঘ জীবনযাপন করা। অনেকে মনে করেন, পুরুষরা একটু দেরিতে বিয়ে করলেই বোধহয় ভাল। প্রতীকী ছবি।
advertisement
4/7
পুরুষ এবং নারীর বিয়ের বয়স একই ধরা হয় না। বেশিরভাগ সময় পুরুষের চেয়ে নারীর বিয়ে কম বয়সে হয়। সাধারণভাবে নারী বা পুরুষের তিরিশের আগেই বিয়ে করা উচিত বলে ধরা হয়। প্রতীকী ছবি। 
পুরুষ এবং নারীর বিয়ের বয়স একই ধরা হয় না। বেশিরভাগ সময় পুরুষের চেয়ে নারীর বিয়ে কম বয়সে হয়। সাধারণভাবে নারী বা পুরুষের তিরিশের আগেই বিয়ে করা উচিত বলে ধরা হয়। প্রতীকী ছবি। 
advertisement
5/7
তবে অনেকে সারাজীবন একা থাকার সিদ্ধান্ত নেন। বিয়ের সঠিক বয়স নিয়ে কেমন পরিস্থিতি সামলাতে হয় সব নারী-পুরুষকে, এসব খতিয়ে দেখতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক গবেষণা করেছে। প্রতীকী ছবি।
তবে অনেকে সারাজীবন একা থাকার সিদ্ধান্ত নেন। বিয়ের সঠিক বয়স নিয়ে কেমন পরিস্থিতি সামলাতে হয় সব নারী-পুরুষকে, এসব খতিয়ে দেখতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক গবেষণা করেছে। প্রতীকী ছবি।
advertisement
6/7
গবেষণা বলছে নারীর মতো পুরুষরাও কম বয়সে বিয়ে করলে সুখে থাকার সম্ভাবনা বেশি। এর কারণও জানিয়েছেন গবেষকরা। তাদের মতে, বয়স যত কম থাকবে, তত বেশি থাকবে মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা। প্রতীকী ছবি। 
গবেষণা বলছে নারীর মতো পুরুষরাও কম বয়সে বিয়ে করলে সুখে থাকার সম্ভাবনা বেশি। এর কারণও জানিয়েছেন গবেষকরা। তাদের মতে, বয়স যত কম থাকবে, তত বেশি থাকবে মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা। প্রতীকী ছবি। 
advertisement
7/7
সঙ্গী মনের মতো হলে মানসিক চাপ কম হয়। জীবন বেশ সুন্দর হয়। জীবন নিশ্চিন্ত ও সুন্দর হলে বিবাহবিচ্ছেদের দরকার পড়ে না। তাই পুরুষের ক্ষেত্রে ২৫ এর মধ্যে বিয়ে হলেই মনের মতো সঙ্গী পাওয়ার সুযোগ থাকে বেশি। প্রতীকী ছবি। 
সঙ্গী মনের মতো হলে মানসিক চাপ কম হয়। জীবন বেশ সুন্দর হয়। জীবন নিশ্চিন্ত ও সুন্দর হলে বিবাহবিচ্ছেদের দরকার পড়ে না। তাই পুরুষের ক্ষেত্রে ২৫ এর মধ্যে বিয়ে হলেই মনের মতো সঙ্গী পাওয়ার সুযোগ থাকে বেশি। প্রতীকী ছবি। 
advertisement
advertisement
advertisement