RSS Chief Mohan Bhagwat: 'আমি কখনও বলিনি ৭৫ বছর বয়সে সরে যেতে হবে', 'অবসর' বিতর্কে সুর নরম আরএসএস প্রধান ভাগবতের

Last Updated:

RSS Chief Mohan Bhagwat: সিএনএন-নিউজ ১৮-এর প্রশ্নের উত্তরে মোহন ভাগবত জানান, ৭৫ বছর বয়সে নিজের বা অন্য কারও অবসরের কথা একেবারেই বলেননি। এমনকী ৮০ বছর বয়সেও যদি সংঘের সেবা তাঁকে করতে হয়, তিনি করতে রাজি।

মোহন ভাগবত
মোহন ভাগবত
নয়াদিল্লি: ‘৭৫ বছর বয়সে কেউ কাউকে সংবর্ধনা দিতে আসলে বুঝে নিতে হবে, অবসরের সময় হয়ে গিয়েছে’। জুলাই মাসে এমনই মন্তব্য করে অবসরের জল্পনা উসকে দিয়েছিলেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার তিনি নিজের বক্তব্য স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, ‘৭৫ বছর বয়সে অবসরের কথা তিনি কখনওই বলেননি’।
সিএনএন-নিউজ ১৮-এর প্রশ্নের উত্তরে তিনি জানান, ৭৫ বছর বয়সে নিজের বা অন্য কারও অবসরের কথা একেবারেই বলেননি। এমনকী ৮০ বছর বয়সেও যদি সংঘের সেবা তাঁকে করতে হয়, তিনি করতে রাজি। তিনি বলেন, ‘আমি কখনও বলিনি আমি অবসর নিচ্ছি বা অন্য কাউকে নিতে হবে। সংঘ ৮০ বছর বয়সেও শাখার সেবা চাইলে, আমি করব’।
advertisement
আরও পড়ুন: অনলাইনে জিনিস কেনেন? শিলিগুড়িতে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন, পুলিশের জালে খোদ ডেলিভারি বয়!
চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী। একই মাসে ৭৫ পূর্ণ করবেন মোহন ভাগবতও। সংঘ প্রধানের জুলাইয়ের মন্তব্য মোদিকে বার্তা বলেই মনে করছিল রাজনৈতিক মহল। সংঘের বিধান অনুযায়ী এবছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভাগবতকে। মোদিও যাতে অবসরের চিন্তাভাবনা করেন তাই এমন বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
advertisement
advertisement
গত জুলাইতে ঠিক কী বলেছিলেন ভাগবত?
বুধবার মোরোপন্তের জীবনের উপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন আরএসএস প্রধান। সেখানে মোরোপন্তের জীবনের নানা কথার স্মৃতিচারণ করেন তিনি। বলেন, ”মোরোপন্ত একবার বলেছিলেন, যখন ৭৫-এর শাল গায়ে পড়ে, আপনার থেমে যাওয়া উচিত। তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।”
advertisement
আরও পড়ুন: অনলাইনে স্যান্ডউইচ আনিয়ে প্যাকেট খুলতেই গা গুলিয়ে উঠল ক্রেতার, পনিরের জায়গায় এ কী ভরা? কেলেঙ্কারি কাণ্ড
গত বছর মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে জানিয়েছিলেন, ৭৫ বছরে মোদি অবসর নেবেন না। বিজেপির সংবিধানে এমন কোনও নিয়ম নেই। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও দলকে নেতৃত্ব দেবেন মোদিই, জানিয়েছিলেন শাহ। তবে ভাগবতের মন্তব্য নিয়ে নতুন করে আবার অবসর জল্পনা শুরু হয়ে গেল।
বাংলা খবর/ খবর/দেশ/
RSS Chief Mohan Bhagwat: 'আমি কখনও বলিনি ৭৫ বছর বয়সে সরে যেতে হবে', 'অবসর' বিতর্কে সুর নরম আরএসএস প্রধান ভাগবতের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement