Viral News: অনলাইনে স্যান্ডউইচ আনিয়ে প্যাকেট খুলতেই গা গুলিয়ে উঠল ক্রেতার, পনিরের জায়গায় এ কী ভরা? কেলেঙ্কারি কাণ্ড

Last Updated:

Viral News: অনলাইনে স্যান্ডউইচ অর্ডার করেছিলেন নয়ডার এক বাসিন্দা। ডেলিভারি পাওয়ার পর প্যাকেট খুলতেই যা দৃশ্য দেখলেন তা দেখলে গা গুলিয়ে উঠবে।

সেই স্যান্ডউইচ
সেই স্যান্ডউইচ
নয়ডা: অনলাইনে স্যান্ডউইচ অর্ডার করেছিলেন নয়ডার এক বাসিন্দা। ডেলিভারি পাওয়ার পর প্যাকেট খুলতেই যা দৃশ্য দেখলেন তা দেখলে গা গুলিয়ে উঠবে। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে দুটি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন তিনি। খুলতেই মিলল প্লাস্টিকের গ্লাভস! এরপর রেস্তোরাঁর স্বাস্থ্যবিধি নিয়ে উঠেছে প্রশ্ন। নয়ডার এক বাসিন্দা এক্স হ্যান্ডেলে গাফিলতির বিষয়ে শেয়ার করে একটি ছবি পোস্ট করেন। তাঁর দাবি, স্যান্ডউইচ ব্রেডের মধ্যে মিলেছে ডিসপোজেবল প্লাস্টিকের গ্লাভস।
তথ্য অনুযায়ী, ঘটনাটি ২৬ অগাস্টের। নয়ডার ওই ব্যক্তি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে সেক্টর ৪৫-এর একটি আউটলেট থেকে খাবার অর্ডার করেছিলেন। পোস্টে তিনি লেখেন, দু’টি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন তিনি। একটি ব্রকলি, কর্ন এবং বেসিল পেস্টো স্যান্ডউইচ এবং একটি স্মোকড কটেজ পনির অ্যান্ড পিপার স্যান্ডউইচ।
advertisement
advertisement
আরও পড়ুন: সোদপুর স্টেশনে উল্টে গেল এক্সপ্রেস ট্রেন! কীভাবে? আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে, দেখুন
সতীশ সরাওগী নামে এক ব্যক্তি ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ বিষয়টি তুলে ধরেন। তিনি জোম্যাটো (zomato) থেকে দু’টি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন – একটি ব্রকোলি, কর্ন ও বেসিল পেস্টো স্যান্ডউইচ, অন্যটি স্মোকড কটেজ চিজ ও পেপার স্যান্ডউইচ। কিন্তু স্যান্ডউইচ কাটতেই দেখা যায় ভেতরে একটি হলুদ প্লাস্টিকের গ্লাভস।
advertisement
সতীশ সোশ্যাল মিডিয়ায় জোম্যাটোকে ট্যাগ করে লিখেছেন, ”আমি স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, কিন্তু ভেতরে একটা গ্লাভস পেলাম। এটা একেবারেই অগ্রহণযোগ্য, গুরুতর স্বাস্থ্য-ঝুঁকিও রয়েছে। অবিলম্বে এই বিষয়টির তদন্ত করে জানান।” পোস্টে তিনি শুধু জোম্যাটোকেই নয় FSSAI, জোম্যাটো সিইও দীপিন্দর গয়াল (Zomato CEO Deepinder Goyal) ও একাধিক সংবাদমাধ্যমকেও ট্যাগ করেছেন।
advertisement
আরও পড়ুন: মাসিক বেতন ১০ হাজার, ট্যাক্সের নোটিস এসেছে ৪ কোটির! মাথায় হাত নিরাপত্তারক্ষীর
অভিযোগ দেখে জোম্যাটোও হতবাক। সংস্থার Zomato Cares থেকে প্রতিক্রিয়া জানানো হয় দ্রুত। বলা হয়, ”হাই সতীশ, আমরা একেবারেই হতবাক গোটা ঘটনাতে। আপনার জন্য এটা কতটা বিরক্তিকর ছিল, তা আমরা কল্পনাও করতে পারছি না। আমাদের কিছুটা সময় দিন, আমরা রেস্তরাঁ পার্টনারের সঙ্গে আলোচনা করছি। শিগগিরই আপনার সঙ্গে যোগাযোগ করব।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: অনলাইনে স্যান্ডউইচ আনিয়ে প্যাকেট খুলতেই গা গুলিয়ে উঠল ক্রেতার, পনিরের জায়গায় এ কী ভরা? কেলেঙ্কারি কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement