Viral News: মাসিক বেতন ১০ হাজার, ট্যাক্সের নোটিস এসেছে ৪ কোটির! মাথায় হাত নিরাপত্তারক্ষীর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: কানপুরের কাকাদেব এলাকার একটি কোচিং সেন্টারে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ওমজি শুক্লাকে ৩ কোটিরও বেশি কর নোটিস জারি করেছে সিজিএসটি।
কানপুর: কানপুরের কাকাদেব এলাকার একটি কোচিং সেন্টারে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ওমজি শুক্লাকে ৩ কোটিরও বেশি কর নোটিস জারি করেছে সিজিএসটি। ওমজি শুক্লার মাসিক বেতন মাত্র ১০ হাজার টাকা।
কিন্তু বিভাগীয় রেকর্ড থেকে জানা যায় যে তাঁর নামে ১৭.৪৭ কোটি টাকার পোশাকের ব্যবসা রয়েছে। ভুক্তভোগী ওমজি শুক্লা আবাস বিকাশ কলোনির হংসপুরমের বাসিন্দা।
আরও পড়ুন: অনলাইনে জিনিস কেনেন? শিলিগুড়িতে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন, পুলিশের জালে খোদ ডেলিভারি বয়!
প্রায় দুই সপ্তাহ আগে তিনি ডাকযোগে এক পৃষ্ঠার একটি নোটিশ পান। প্রতিবেশীদের কাছে এটি দেখালে তাঁরা বলে যে এটি জাল, কিন্তু ওমজি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি নিরাপদে রেখে দেন। ২১ অগাস্ট, পোস্টম্যান আবার এসে ৩২ পৃষ্ঠার একটি বিস্তারিত নোটিশ হস্তান্তর করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সোদপুর স্টেশনে উল্টে গেল এক্সপ্রেস ট্রেন! কীভাবে? আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে, দেখুন
এতে কেবল ওমজির সঠিক ঠিকানা এবং প্যান নম্বরই লিপিবদ্ধ ছিল না, বরং সাত দিনের মধ্যে সমস্ত নথিপত্র-সহ বিভাগের সামনে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
নোটিস অনুযায়ী, ওমজির নামে ১৭ কোটি ৪৭ লক্ষ ৫৬ হাজার টাকার পোশাক ব্যবসা নিবন্ধিত রয়েছে। এর উপর তাকে ৩ কোটি ১৪ লক্ষ ৫৬ হাজার টাকা কর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 5:35 PM IST