পেনশন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, অবসর নিলেই ২৫ লাখ

SAMPANN সফটওয়্যারের সাহায্যে সঠিক সময়ে পেনশন অ্যাকাউন্টে এসছে কি না তা জানা যাবে । (ছবি: সংগৃহীত)

SAMPANN সফটওয়্যারের সাহায্যে সঠিক সময়ে পেনশন অ্যাকাউন্টে এসছে কি না তা জানা যাবে । (ছবি: সংগৃহীত)

নতুন বছরের শুরুতেই পেনশন বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৷ এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম পেনশন বেড়ে হল মাসিক ৯,০০০ টাকা ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই পেনশন বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৷ এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম পেনশন বেড়ে হল মাসিক ৯,০০০ টাকা ৷ একই সঙ্গে তাঁদের এক্স-গ্রাশিয়াও দ্বিগুণ বাড়ল ৷ ১০-১৫ লাখ টাকা থেকে বেড়ে হল ২৫-৩৫ লাখ ৷

    কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এর ফলে দেশের প্রায় ৫০ থেকে ৫৫ লক্ষ পেনশনার উপকৃত হবেন ৷ স্ট্যান্ডিং কমিটি অব ভলান্টারি এজেন্সিস-এর ২৯ তম সভায় ভাষণে তিনি বলেন, এর মধ্যে প্রায় ৮৮ শতাংশ পেনশন ভোগী অবসরপ্রাপ্ত কর্মচারীদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৷

    পেনশনভোগী কল্যাণ বিভাগের আয়োজিত এই সভায় পিএমও-র ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও কাজে লাগানোর কথা বলেন ৷ পেনশনারদের অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মও শিখতে পারবে ৷

    সপ্তম বেতন কমিশনের সুপারিশে সিলমোহর পড়ার পর এক লাফে কেন্দ্রীয় সরকারের অবসর প্রাপ্ত কর্মচারীদের নূন্যতম ১৫৭ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধি পায় ৷ এবার থেকে ৩৫০০ টাকার বদলে কমপক্ষে ৯০০০ টাকা পেনশন পাবেন রিটায়ার্ড কেন্দ্রীয় সরকারী কর্মীরা ৷

    First published:

    Tags: 157% Pension Increased, Central Goverment Employee, Pension, Pension Increased