রোহিঙ্গারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, দাবি কেন্দ্রের
Last Updated:
রোহিঙ্গারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এদের মধ্যে অনেকেরই ইসলামিক স্টেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
#নয়াদিল্লি: রোহিঙ্গারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এদের মধ্যে অনেকেরই ইসলামিক স্টেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দাবি করল কেন্দ্র। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রোহিঙ্গারা বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছে, তারা দেশের নিরাপত্তার সামনে ভয়াবহ বিপদ বলে জানিয়ে দিয়েছে।
কীভাবে রোহিঙ্গা - আইএস যোগাযোগের অভিযোগ তোলা হচ্ছে? হলফনামায় সেকথাই জানিয়েছে কেন্দ্র। তবে শুনানিতে এব্যাপারে প্রকাশ্যে কিছু জানাতে চাননি অ্যাটর্নি জেনারেল কে.কে বেনুগোপাল। আদালতে তাঁর দাবি, বিষয়টি দেশের নিরাপত্তার ক্ষেত্রে সংবেদনশীল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তথ্য পেয়েছে কেন্দ্র। কীভাবে তাদের ফেরৎ পাঠানো হবে? এনিয়েও কেন্দ্রকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। অ্যাটর্নী জেনারেলের যুক্তি, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশে ফেরৎ পাঠানো হবে। তারা অর্থাৎ রোহিঙ্গারা কি চাইছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়।
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে বৈধ আইনি নথিপত্র ছাড়া কোনও বেআইনি অনুপ্রবেশকারীর ভারতে থাকার অধিকার নেই।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2017 9:54 AM IST