Road Accident: ওড়িশায় ফের মৃত্যুর কালো ছায়া, মারাত্মক পথ দুর্ঘটনা, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ক্ষতিপূরণ

Last Updated:

Road Accident: মৃতদের জন্য তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে৷

ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু- Photo- ANI
ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু- Photo- ANI
ভুবনেশ্বর: মাস খানেকও হয়নি ওড়িশাতে বিশাল ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন , আহতও হয়েছেন বহু৷ সেই ওড়িশাতেই ফের একবার মৃত্যুর খবর৷  গঞ্জাম জেলার দিগপাহান্ডি পুলিশ সীমানার অধীনে খেমুন্ডি কলেজের কাছে গভীর রাতে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়৷  বাস দুর্ঘটনায় ইতিমধ্যেই  ১১ জনের মৃ্ত্যু হয়েছে  আহতের সংখ্যা ২০৷
জানা যাচ্ছে রায়গাড়া থেকে ভুবনেশ্বরগামী বিয়ের পার্টির বাসটি যাচ্ছিল৷  দিগপাহান্ডির খেমুন্ডি কলেজের কাছে একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের চিকিৎসার জন্য বেরহামপুর এমকেসিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
সংবাদ সংস্থা এএনআই গঞ্জাম জেলার জেলা ম্যাজিস্ট্রেট দিব্যা পারিদাকে উদ্ধৃত করে জানিয়েছে  সড়ক দুর্ঘটনায় ১০ জন মারা গেছেন, এবং 8 জন আহত হয়েছে। তিনি বলেন, ‘দুটি বাসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে এমকেসিজি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। আমরা আহতদের সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’
advertisement
এদিকে, মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) জানিয়েছে যে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক গঞ্জাম জেলায় বাস দুর্ঘটনায় মানুষের মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন৷ পাশাপাশি মৃতদের জন্য তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: ওড়িশায় ফের মৃত্যুর কালো ছায়া, মারাত্মক পথ দুর্ঘটনা, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ক্ষতিপূরণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement