নেশাগ্রস্থ ছিলেন না ঋষভ পন্থ, দুর্ঘটনার আসল কারণ জানাল উত্তরাখণ্ড পুলিশ
- Published by:Satabdi Adhikary
Last Updated:
যাবতীয় রটনায় দাঁড়ি টেনে হরিদ্বারের এসএসপি অজয় সিং বলেন, "কিছু লোকজন ভুয়ো খবর রটাচ্ছে। দুর্ঘটনার সময় ঋষভ মোটেই নেশাগ্রস্থ ছিলেন না। তাঁর গাড়িও নির্ধারিত গতি ছাপিয়ে যায়নি।"
#উত্তরাখণ্ড: দুর্ঘটনার সময় কি নেশাগ্রস্থ ছিলেন ঋষভ পন্থ? তাঁর গাড়ি কি মাত্রাতিরিক্ত গতিতে ছুটছিল? ক্রিকেটারের গাড়ি দুর্ঘনার পরে এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকে তো, আসল কারণ না জেনেই রঙ চড়িয়ে নানা কথা প্রচার করে ফেলেছিলেন। কিন্তু, ঠিক কী কারণে ঘটেছিল এই দুর্ঘটনা? এবার তার আসল কারণ জানাল খোদ পুলিশ।
যাবতীয় রটনায় দাঁড়ি টেনে হরিদ্বারের এসএসপি অজয় সিং বলেন, "কিছু লোকজন ভুয়ো খবর রটাচ্ছে। দুর্ঘটনার সময় ঋষভ মোটেই নেশাগ্রস্থ ছিলেন না। তাঁর গাড়িও নির্ধারিত গতি ছাপিয়ে যায়নি।"
উত্তরাখণ্ড পুলিশ রবিবার জানিয়েছে, শুক্রবার ভোররাতে দিল্লি-উত্তরাখণ্ড হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় ঘুমে চোখ লেগে গিয়েছিল ঋষভের। আর তাতেই তাঁর গাড়ি গিয়ে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে।
advertisement
advertisement
আরও পড়ুন: নতুন বছরে যাত্রাশুরু বন্দে ভারত এক্সপ্রেসের, ট্রেন ১৮-এর বিশেষত্ব জানলে চমকে যাবেন!
গত শনিবারই ঋষভের দুর্ঘটনার জন্য হাইওয়ের বেহাল দশাকে দায়ী করেছিল দিল্লির জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA)। তাঁরা জানিয়েছিলেন, হাইওয়ের খানাখন্দ এড়াতে গিয়েই ডিভাইডারে ধাক্কা খেয়েছে ঋষভের গাড়ি। তার ঠিক পরের দিনই পুলিশের এই বয়ান।
advertisement
আরও পড়ুন: কুয়াশায় বর্ষবরণ, বছরের প্রথম দিনেই বাড়ল তাপমাত্রা! আবহাওয়ার বড় আপডেট
শুক্রবার খুব বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। ডিভাইডারে ধাক্কা খেতেই তাঁর গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় কয়েকজন বাসচালকই অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার করেন ঋষভকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2023 3:32 PM IST