রেল রিজার্ভেশন উইন্ডো ৬০ দিনে কমায় আর্থিক সমস্যায় ভারতীয় রেল! ক্লার্কেজ চার্জ কমে যাওয়ায় কি কিছুটা বাড়ল সমস্যা?

Last Updated:

এখন সেটি কমে দুই মাস আগে হওয়ায় অসুবিধা হচ্ছে। ভারতীয় রেলের অপারেটিং রেশিও নিয়ে প্রশ্ন আছে দীর্ঘদিন ধরে। আয় বাড়াতে পণ্য পরিবহণের ওপর জোর দিলেও, প্রকল্প বাস্তবায়নের খরচ, কর্মীদের বিপুল টাকা মেটাতে প্রচুর অর্থ খরচ হয়। এই অবস্থায় আয় কমায় কিছুটা হলেও সমস্যায় রেল। তবে আধিকারিকদের বক্তব্য, দ্রুত সমস্যা মিটে যাবে।

News18
News18
নয়াদিল্লি: ১২০ দিন ৬০ দিনে নেমে আসায় আর্থিক ভাবে সমস্যায় পড়ছে রেল। আগে ১২০ দিন আগে থেকে রিজারভেশন বুকিং উইন্ডো খুলে দেওয়া হত। যদিও রেলের একাধিক শীর্ষ কর্তা একে সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন বলতে নারাজ। তারা গোটা বিষয়টিকে নিয়ে বলতে চাইছেন, আরও সময় প্রয়োজন, নয়া ব্যবস্থায় আর্থিক স্থিতি আনতে।
চার মাসে আগে থেকে ট্রেনের টিকিট কাটা যতদিন চালু হচ্ছে, ততদিন ওয়েটিং লিস্টে টিকিট দেওয়া হত লম্বা। ফলে বহু মানুষ টিকিট কাটতেন। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের পরে যদি দেখা যেত ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা কনফার্ম হতে পারেননি, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। আর ওয়েটিংয়ে থাকা যাত্রীরা ট্রেন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের আগে যদি টিকিট নিজেরাই বাতিল করতেন তাহলে ক্লার্কেজ চার্জ নেওয়া হত রেলের তরফে। রেল সূত্রে খবর, সেখান থেকে দেশজুড়ে ভাল টাকাই আসত রেলের ভাঁড়ারে।
advertisement
বাতিলের নিয়ম অনুযায়ী –
advertisement
যদি যাত্রী তার রেল যাত্রার ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করেন তাহলে তার টিকিটের যে মূল্য কেটে নেওয়া হয়।
প্রথম শ্রেণির এসি বা এক্সিকিউটিভ ক্লাসে ২৪০ টাকা
দ্বিতীয় শ্রেণির এসি ২০০ টাকা
তৃতীয় শ্রেণির এসি, এসি ইকনমি ১৮০ টাকা
স্লিপার ক্লাস দ্বিতীয় শ্রেণি ১২০ টাকা
দ্বিতীয় শ্রেণিতে ৬০ টাকা
এর পাশাপাশি, যদি কোনও যাত্রী ট্রেন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করেন তাহলে তাকে শ্রেণী অনুযায়ী এর ২৫% দিতে হত। ১২ ঘণ্টা থেকে ৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০% দিতে হত। ৪ ঘণ্টা আগে বাতিল করলে কোনও অর্থ রেল ফেরত দেবে না।
advertisement
১২০ দিনের রিজার্ভেশন উইন্ডো ৬০ দিনে নেমে আসায় এখন একটা নির্দিষ্ট সংখ্যার পরে রিগ্রেট করে দেওয়া হয়। ফলে ওয়েটিং লিস্টের যাত্রী ক্রমাগত কমছে। একটি দূরপাল্লার ট্রেনে স্লিপার ক্লাসে ৭২(৭৫) জন যাত্রী যেতে পারেন। থ্রি এসিতে যাত্রা করতে পারেন ৬৪(৬৬) জন যাত্রী। টু এসিতে যাত্রা করতে পারেন ৪৬(৪৯) জন যাত্রী।
রেলের আধিকারিকরা একই সঙ্গে জানাচ্ছেন, আগে চার মাস আগে টিকিট বুকিং পরিষেবা চালু থাকায় একেবারে তাদের কোষাগারে চার মাসে আগেই অর্থ আসত। এখন সেটি কমে দুই মাস আগে হওয়ায় অসুবিধা হচ্ছে। ভারতীয় রেলের অপারেটিং রেশিও নিয়ে প্রশ্ন আছে দীর্ঘদিন ধরে। আয় বাড়াতে পণ্য পরিবহণের ওপর জোর দিলেও, প্রকল্প বাস্তবায়নের খরচ, কর্মীদের বিপুল টাকা মেটাতে প্রচুর অর্থ খরচ হয়। এই অবস্থায় আয় কমায় কিছুটা হলেও সমস্যায় রেল। তবে আধিকারিকদের বক্তব্য, দ্রুত সমস্যা মিটে যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেল রিজার্ভেশন উইন্ডো ৬০ দিনে কমায় আর্থিক সমস্যায় ভারতীয় রেল! ক্লার্কেজ চার্জ কমে যাওয়ায় কি কিছুটা বাড়ল সমস্যা?
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement