#নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে বুধবার মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর উর্জিত পটেল ৷ এদিন তিনি জানান, নোটবাতিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরবিআই বোর্ডকে মাত্র একদিনের সময় দেওয়া হয়েছিল ৷ তিনি জানান, কেন্দ্র সরকার ৭ নভেম্বর ২০১৬ -তে আরবিআইকে বোর্ডের একটি বৈঠক ডেকে সেখানে তাদের নোট বাতিল নিয়ে আলোচনা করার প্রস্তাব দেন ৷ সুত্রের খবর, সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে নোট বাতিল ইস্যুতে বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয় উর্জিত পটেলকে। কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন কমিটির কংগ্রেস সদস্যরা চেপে ধরেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে। তাদের মধ্যে একটি প্রশ্নের উত্তরে উর্জিত জানান, কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আরবিআই বোর্ডকে বিবেচনা করে দেখতে বলেছিলেন ৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরবিআই বোর্ড ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন ৮ নভেম্বর ৷ উর্জিত এজিন আরও জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে নোট বাতিল নিয়ে ২০১৬ সালের প্রথম দিকে আরবিআই-য়ের আলোচনা হয়েছিল ৷ ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের উদ্দেশ্য সম্পর্কে সরকারের সঙ্গে তাঁরা সহমত বলেও জানান তিনি। নোট বাতিলের পর কত টাকা ব্যাঙ্কে ফিরেছে ? এই বিষয়ে প্রশ্ন করা হলে উর্জিত জানান খুব শীঘ্রই কমিটিকে এই বিষয়ে তথ্য জমা দেওয়া হবে ৷ পাশাপাশি, সপ্তাহে ২৪,০০০ টাকা তোলার উর্ধ্বসীমার বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয় ৷ বেশ কিছু প্রশ্নের উত্তর উর্জিত কমিটিকে লিখিত ভাবে জমা দেবে বলে জানা গিয়েছে ৷ এমনকী আগামী মাসে কমিটির সামনে ফের উপস্থিত হতে পারেন উর্জিত বলে জানা গিয়েছে ৷ তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং উর্জিতের পক্ষ নিয়ে বাকি সাংসদদের উর্জিতকে আর প্রশ্ন করা থেকে বিরত করেন তিনি ৷ তিনি জানান, আরবিআইয়ের মতো সংস্থাকে যথাযথ গুরুত্ব, মর্যাদা দিতে হবে। প্রশ্নের মাধ্যমে এইভাবে আক্রমণ করা উচিত নয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Central government, Currency Banned, Notice, RBI reserve bank of india, Urjit Patel