Ramdev: করোনা অতিমারির পর দেশে ক্যান্সার বেড়েছে, দাবি যোগগুরু রামদেবের

Last Updated:

Ramdev: বার্ষিক প্রায় ৫ শতাংশ আক্রান্ত বেড়েছে দেশজুড়ে।

যোগগুরু বাবা রামদেব
যোগগুরু বাবা রামদেব
পানাজি: যোগগুরু বাবা রামদেবের মন্তব্যে আপাতত শোরগোল পড়েছে চিকিৎসকমহলে। শনিবার রামদেব দাবি করেছেন, দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে করোনাভাইরাসের অতিমারির পর থেকে। যদিও চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য, করোনার সঙ্গে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধির কোনও যোগ নেই। জনপ্রিয় এক ক্যান্সার বিশেষজ্ঞের দাবি, ক্যান্সার আক্রান্তের পরিমাণ বার্ষিক পাঁচ শতাংশ বেড়েছে, তবে এর সঙ্গে অতিমারির কোনও যোগ নেই।
শনিবার গোয়ার মীরামার বিচে ভোরবেলা একটি যোগ ক্যাম্পে যোগ দিয়ে এমন মন্তব্য করেন যোগগুরু রামদেব। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও। রামদেব বলেছেন, 'ক্যান্সার খুব বেড়ে গিয়েছে। করোনার অতিমারির পর আক্রান্তের সংখ্যা খুবই বেড়েছে। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ কেউ শ্রবণশক্তিও হারিয়েছেন'। গোয়ার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান ও ক্যান্সার বিশেষজ্ঞ শেখর শালকারের অবশ্য ভিন্ন মত।
advertisement
আরও পড়ুন: 'দোস্তি, আবার কুস্তিও', বাম-কংগ্রেসের 'মুখোশ' খুলে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়  
চিকিৎসকের দাবি, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গেই ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি জড়িত। বার্ষিক প্রায় ৫ শতাংশ আক্রান্ত বেড়েছে দেশজুড়ে। ক্যান্সার কমে আসবে না। তবে এর সঙ্গে কোভিড ১৯-কে জুড়ে দিলে হবে না। তিনি রামদেব বাবার নাম না করেই বলেছেন, 'দায়িত্ব নিয়ে সেলিব্রিটিদের মন্তব্য করা উচিত'। ভারতে এক লক্ষ নাগরিকের ১০৪ জন ক্যান্সার আক্রান্ত। ২০১৮ সালের পর প্রতি লক্ষে ৮৫ রোগীর সংখ্যা বেড়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বাড়ছে দিন-রাতের তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে! আবহাওয়ার বড় আপডেট
তবে মাথায় রাখতে হবে আমেরিকায় এই সংখ্যা লাখে ৫০০ জন। তবে নিজেদের জীবনশৈলি ও স্বাস্থ্যের খেয়াল না করলে এই সংখ্যায় দ্রুত আমেরিকাকে ভারত টেক্কা দিতে পারে বলে আশঙ্কা করেছেন ক্যান্সার বিশেষজ্ঞ শেখর শালকার। কোভিড ১৯-এর সঙ্গে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধির কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি ও প্রমাণও দেখা যায়নি বলেই মত বিশেষজ্ঞদের।
বাংলা খবর/ খবর/দেশ/
Ramdev: করোনা অতিমারির পর দেশে ক্যান্সার বেড়েছে, দাবি যোগগুরু রামদেবের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement