রাজস্থান: অসাবধানতা বশত গভীর কুয়োতে পড়ে মৃত্যু হল এক মধ্যবয়সি মহিলার। রাজস্থানের দৌসা জেলার খানওয়াস গ্রামের ঘটনা। খবর পেয়ে কুয়োর কাছে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়। মহিলাকে কুয়ো থেকে বের করতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালান পুলিশকর্মীরা। মহিলাকে যখন বের করে আনা হয় ততক্ষণে তিনি মারা গেছেন।
আরও পড়ুনঃ কাশীর জন্য উপহারের ডালা সাজালেন প্রধানমন্ত্রী, জড়িয়ে আছে মোট ১৮০০ কোটির প্রকল্প
খানওয়াস গ্রামের বাসিন্দা লছমা দেবী মীনা নামে ৬০ বছর বয়সি এক মহিলা তাঁর ক্ষেতের দিকে যাচ্ছিলেন। হঠাৎ সেই সময় তাঁর পা পিছলে যায় এবং তিনি কুয়োতে পড়ে যান। সকাল থেকে তাঁর হদিশ পাওয়া না গেলে, গ্রামবাসীরা তাঁকে খুঁজতে বের হন। কুয়োতে উঁকি দিয়ে মহিলার জামাকাপড় ইত্যাদি দেখতে পেলে গ্রামবাসীরা তাঁকে বের করার চেষ্টা শুরু করেন। কুয়োতে জল এবং জলা ছিল, যার কারণে লছমা দেবী কাদায় আটকে পড়েছিলেন। এর পরে লাভান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দৌসা থেকে সিভিল ডিফেন্স দলকেও ডাকা হয়।
আরও পড়ুনঃ ঘরে দরজায় বসে বিশালাকার কী ওটা, ভয়ে আলমারির উপর গোটা পরিবার, কোনও মতে বাঁচল প্রাণ
প্রথমে কুয়োতে জল থাকায় উদ্ধারকাজ চালাতে অসুবিধা হয়৷ তারপরে, নলকূপ বসিয়ে কুয়ো থেকে জল তোলার প্রক্রিয়া শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে মোটরের সাহায্যে কুয়ো থেকে জল তোলা হয়। কুয়ো থেকে জল বের হলে জলাভূমিতে মহিলাকে আটকে থাকতে দেখা যায়। এরপর সিভিল ডিফেন্সের দল কুয়োতে নেমে ওই মহিলাকে জলা থেকে বের করে আনে। তাঁকে দড়ি দিয়ে বেঁধে উপরে নিয়ে আসা হয়, কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়। লাভান থানার পুলিশরা নিহতর দেহ ময়নাতদন্ত করার জন্য পাঠিয়েছে। তারপরে তা স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।