কোরবা: গরমের পর স্বস্তির বৃষ্টি। পরিবেশ আগের থেকে অনেকটাই শীতল হয়েছিল। বৃষ্টির পর ছত্তিশগড়ের মনোরম পরিবেশ তৈরি হলেও একটি পবরিবার কিন্তু আতঙ্কে জবুথবু হয়ে যায়। প্রাণ ওষ্ঠাগত বললেও ভুল হবে না। আর হওয়ারই তো কথা। যে কেউ হলে তেমনটাই হত। কারণ হঠাৎ দেখা যায় দরজায় পাহারায় বসে এক আস্ত কিং কোবরা। ফণা তুলে যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কেউ এই দরজা পার করে দেখা তো দেখি। ঘর থেকে বেরোনোরও উপায় নেই গোটা পরিবারের। জীবন বাঁচাতে বাধ্য হয়ে ঘরের দেওয়াল আলমারির উপর উঠে বস থাকল গোটা পরিবার।
ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের দাদর খুর্দে এলাকায়। জানা গিয়েছে, এই পরিবারের এক মহিলা খাবার রান্না করছিলেন। তারপর হঠাৎ তার চোখ পড়ল ঘরে ভিতরে ঢোকা কোবরাটির ওপর। এরপর পুরো পরিবারে হৈ-চৈ পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। ভয়ের চোটে দৌড়ে গিয়ে গোটা পরিবার উঠে বসে দেওয়ালে তৈরি আলমারীর উপর। আতঙ্কিত পরিবার সেখানে বসে সাপটি চলে যাওয়ার প্রার্থনা করে। কিন্তু কোবরা ঘরের দরজায় ফণা তুলে বসে গোটা পরিবারকে ঘরবন্দি করে রাখে। বেশ কয়েক ঘণ্টা ওই অবস্থাতেই আটকে থাকে গোটা পরিবার।
আরও পড়ুনঃ Crime News: কালভার্টের নীচ থেকে বের হচ্ছিল দুর্গন্ধ! সামনে আসতেই দেখা গেল সেই ভয়ঙ্কর হাড়হিম দৃশ্য
বিষয়টি জানতে পারেন প্রতিবেশী হর্ষল প্যাটেল। তিনি খবর দেন বন দফতরে। উদ্ধার করতে আসা জিতেন্দ্র সারথি ঘরে প্রবেশ করলে মহিলাটি কান্নাকাটি শুরু করে এবং বাঁচানোর জন্য অনুরোধ করেন। পরে ঘটনাস্থল থেকে সাপটিকে উদ্ধার করে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সরস্বতী যাদবের পরিবার বাইরে থেকে রোজগার করতে এসেছিলেন কোরবায়। বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। ঘরে কোবরা ঢোকায় এতটাই ভয় পেয়ে যান সাপ উদ্ধারের কয়েক মিনিটের মধ্যেই সে বাড়ি ছেড়ে তার জামাইয়ের বাড়িতে চলে যান। তবে সাপের ভয়ে আলমারির উপর উঠে যাওয়ার ঘটনা সত্যিই অবাক করার মত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhattisgarh, Forest Department, Snake