Narendra Modi: কাশীর জন্য উপহারের ডালা সাজালেন প্রধানমন্ত্রী, জড়িয়ে আছে মোট ১৮০০ কোটির প্রকল্প

Last Updated:

Narendra Modi: কাশীর মানুষের কাছে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

(ফাইল ছবি-পিটিআই)
(ফাইল ছবি-পিটিআই)
বারাণসী: চৈত্র নবরাত্রীতে কাশীর জন্য উপহারের ডালা সাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চিনি ২৪ মার্চ, অর্থাৎ শুক্রবার, চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে তাঁর সংসদীয় এলাকায় বারাণসীতে থাকবেন৷ আর সেদিনই ঘোষণা করবেন মোট ১৮০০ কোটি টাকার বিশেষ স্কিমের৷ কাশীর জন্য ঘোষিত এই স্কিমের আওতায় থাকবে স্মার্ট স্কুল, রোপওয়ে থেকে অনেকিছু৷ প্রশাসনিক সূত্রে খবর, প্রধানমন্ত্রী সেদিন প্রায় পাঁচ ঘণ্টা কাশীতে কাটাবেন৷
বারাণসীর কমিশনার কৌশল রাজ শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি চলছে। বারাণসী সফরের সময়, প্রধানমন্ত্রী মোদি প্রথমে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে আয়োজিত স্বাস্থ্য দফতরের যক্ষ্মা কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যাবেন সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে তিনি কাশীর মানুষের কাছে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।
এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
>> বারাণসীতে দেশের প্রথম পাবলিক রোপওয়ে ট্রান্সপোর্ট উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদি। এই রোপওয়েটি ৬৪৪.৪৯ কোটি টাকা ব্যয়ে ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে গোদাউলিয়া পর্যন্ত চলবে।
advertisement
advertisement
>> গঙ্গা ঘাটে ৯৯ লক্ষ টাকা ব্যয়ে চেঞ্জিং রুম-সহ একটি ভাসমান জেটি নির্মাণ করা হবে।
>> এটি ছাড়াও ভগবানপুরে ৩০৮.০৯ কোটি টাকা ব্যয়ে ৫৫ এমএলডি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে।
>> সিগরা স্পোর্টস স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ফেজ-২ ও ৩-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ কাজে ব্যয় হবে প্রায় ২০৬.৯২ কোটি টাকা।
advertisement
>> গ্রামীণ এলাকায় ১৮৬.৭২ কোটি টাকা ব্যয়ে ৫৯ টি পানীয় জল প্রকল্পের কাজ শুরু হবে।
>> মেশিন টুলস ডিজাইনের সেন্টার অফ এক্সিলেন্স IIT BHU-তে 45 ​​কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হবে।

> ৩.১৫ কোটি টাকা থেকে ৩০টি দ্বিমুখী এলইডি ব্যাকলিট ইউনিপোল ইনস্টল করা হবে৷

advertisement
প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করবেন
>> ২৮.২৩ কোটি টাকা ব্যয়ে, বাবাপুর বিমানবন্দরে নতুন এটিসি টাওয়ার ও টেকনিক্যাল ব্লক উদ্বোধন করা হবে।
>> এর বাইরে গ্রামীণ পানীয় জলের ১৯ টি প্রকল্প উপহার দেওয়া হবে 46.49 কোটি টাকার।
advertisement
>> শিল্প এলাকা কার্খিয়ানভ-এ ইন্টিগ্রেটেড প্যাক হাউস নির্মাণ করা হয়েছে, এটি ১৫.৭৮ কোটি টাকা দিয়ে প্রস্তুত করা হয়েছে।
>> ট্রান্স বরুণা এলাকার ১৯.৪৯ কোটি টাকার পানীয় জল প্রকল্প শুরু হবে।
>> ভেলুপুরে অবস্থিত জল সংস্থা কমপ্লেক্সে একটি দুই মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৭.২৪ কোটি টাকা।
advertisement
>> কোনিয়া পাম্পিং স্টেশনে ৫.৮৯ কোটি টাকা মূল্যের ০.৮ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
>> স্মার্ট সিটি মিশনের আওতায় ফেজ-২-এর রাস্তা সংস্কার ও মেরামতের কাজও উদ্বোধন করা হবে।
>> এর বাইরে সার্কিট হাউস চত্বরে অতিরিক্ত ভবন নির্মাণের জন্য ৯ কোটি টাকা উপহার দেবেন প্রধানমন্ত্রী।
>> সারনাথে কমিউনিটি হেলথ সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি তৈরিতে ব্যয় হয়েছে ৬.৭৩ কোটি টাকা।
advertisement
>> এ ছাড়া ৪ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে শিল্পাঞ্চল চাঁদপুরের অবকাঠামো ও সৌন্দর্যবর্ধনের কাজ, ৩ কোটি ০৮ লাখ টাকা ব্যয়ে শহরের তিনটি আন্তঃনগর গোলচত্বর পুনঃউন্নয়ন।
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: কাশীর জন্য উপহারের ডালা সাজালেন প্রধানমন্ত্রী, জড়িয়ে আছে মোট ১৮০০ কোটির প্রকল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement