চাণক্য বলেন, বিয়ের পর নারীদের উচিত শ্বশুর-শাশুড়ির নিন্দে কোথাও করা৷ এমনকি শাশুড়ির গোপন কথাও স্বামীকে বলা উচিত নয়। এমনকি আপনার স্বামীর কাছেও শ্বশুরবাড়ির নিন্দে বা শাশুড়ির নিন্দের কথা বলবেন না। এতে দুই পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপরও এর খারাপ প্রভাব পড়ে এবং দাম্পত্য জীবনে আসে তিক্ততা। Photo- File