Rajasthan Assembly Election 2023: নির্বিঘ্নে ভোট মিটল মরুরাজ্যে! ৫টা পর্যন্ত রাজস্থানে ভোট ৬৮ শতাংশ

Last Updated:

Rajasthan Assembly Election 2023: রাজস্থানের জয়সলমীর সবথেকে বেশি ভোট পড়েছে। ৭৬.৫৭ শতাংশ ভোট পড়েছে এই জেলায়

নির্বিঘ্নে ভোট মিটল মরুরাজ্যে। (প্রতীকী ছবি)
নির্বিঘ্নে ভোট মিটল মরুরাজ্যে। (প্রতীকী ছবি)
রাজস্থান: রাজস্থানে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮.২৪ শতাংশ। রাজস্থানের জয়সলমীর সবথেকে বেশি ভোট পড়েছে। ৭৬.৫৭ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। দুপুর ৩টে পর্যন্ত রাজস্থানে মোট ভোট পড়েছিল ৫৫.৬৩%। বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০.২৭ শতাংশ। এদিন রাজস্থানে ২০০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলে। একটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়েছে। তার জেরে সেখানে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। এদিনের ভোটে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মতো হেভিওয়েটদের।
advertisement
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৭০ হাজারের বেশি রাজস্থান পুলিশ, ১৮ হাজার রাজস্থান হোম গার্ড, ২ হাজার রাজস্থান বর্ডার হোম গার্ড, ১৫ হাজার অন্যান্য রাজ্যে পুলিশ (উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ), ১২০ কোম্পানি আরএসি মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, আরপিএফ ইত্যাদি) থেকে সশস্ত্র বাহিনী সহ সব মিলিয়ে মোট ১,৭০,০০০ এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।
advertisement
রাজ্যের মোট ৫২,১৩৯টি ভোটকেন্দ্রে ভোট হয়েছে। নির্বাচন কমিশন মতে, ৫টি প্রতিবেশী রাজ্যের সঙ্গে রাজস্থানের আন্তঃরাজ্য সীমান্তে ২৭৬টি চেকপোস্ট তৈরি করা হয়েছে। এই চেক পোস্টগুলি রাজ্যে অবৈধ পাচার এবং সন্দেহজনক কাজকর্ম রোধ করার চেষ্টা করবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Assembly Election 2023: নির্বিঘ্নে ভোট মিটল মরুরাজ্যে! ৫টা পর্যন্ত রাজস্থানে ভোট ৬৮ শতাংশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement