Rajasthan Assembly Election 2023: নির্বিঘ্নে ভোট মিটল মরুরাজ্যে! ৫টা পর্যন্ত রাজস্থানে ভোট ৬৮ শতাংশ
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Rajasthan Assembly Election 2023: রাজস্থানের জয়সলমীর সবথেকে বেশি ভোট পড়েছে। ৭৬.৫৭ শতাংশ ভোট পড়েছে এই জেলায়
রাজস্থান: রাজস্থানে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮.২৪ শতাংশ। রাজস্থানের জয়সলমীর সবথেকে বেশি ভোট পড়েছে। ৭৬.৫৭ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। দুপুর ৩টে পর্যন্ত রাজস্থানে মোট ভোট পড়েছিল ৫৫.৬৩%। বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০.২৭ শতাংশ। এদিন রাজস্থানে ২০০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলে। একটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়েছে। তার জেরে সেখানে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। এদিনের ভোটে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মতো হেভিওয়েটদের।
advertisement
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৭০ হাজারের বেশি রাজস্থান পুলিশ, ১৮ হাজার রাজস্থান হোম গার্ড, ২ হাজার রাজস্থান বর্ডার হোম গার্ড, ১৫ হাজার অন্যান্য রাজ্যে পুলিশ (উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ), ১২০ কোম্পানি আরএসি মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, আরপিএফ ইত্যাদি) থেকে সশস্ত্র বাহিনী সহ সব মিলিয়ে মোট ১,৭০,০০০ এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।
advertisement
রাজ্যের মোট ৫২,১৩৯টি ভোটকেন্দ্রে ভোট হয়েছে। নির্বাচন কমিশন মতে, ৫টি প্রতিবেশী রাজ্যের সঙ্গে রাজস্থানের আন্তঃরাজ্য সীমান্তে ২৭৬টি চেকপোস্ট তৈরি করা হয়েছে। এই চেক পোস্টগুলি রাজ্যে অবৈধ পাচার এবং সন্দেহজনক কাজকর্ম রোধ করার চেষ্টা করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 6:53 PM IST