Rajasthan News: নিখোঁজ দুই শিশুর দেহ মিলল পরিতক্ত্য বাড়ির জলাধারে! হাড়হিম করা ঘটনা রাজস্থানে

Last Updated:

একদিন টানা নিখোঁজ ছিল দুই শিশু, সেই দুই শিশুর নিথর দেহ উদ্ধার হল তাঁদেরই বাড়ির কাছে এক পরিতক্ত্য বাড়ির জলের ট্যাঙ্ক থেকে। রাজস্থানের জয়সলমেরের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। রবিবার, এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
জয়পুর: একদিন টানা নিখোঁজ ছিল দুই শিশু, সেই দুই শিশুর নিথর দেহ উদ্ধার হল তাঁদেরই বাড়ির কাছে এক পরিতক্ত্য বাড়ির জলের ট্যাঙ্ক থেকে। রাজস্থানের জয়সলমেরের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। রবিবার, এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
মৃত দুই শিশু আদিল এবং হাসনয়ানের বয়স যথাক্রমে ৬ এবং ৭ বছর। বাবর মগরা এলাকার বাসিন্দা দুই শিশুর নিখোঁজের অভিযোগ গত শনিবারেই পুলিশের কাছে জমা পড়ে। এরপরেই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। তল্লাশি শেষে রবিবার ওই দুই শিশুর দেহ উদ্ধার করা হয়।
advertisement
advertisement
এই প্রসঙ্গে কোতোয়ালি থানার আধিকারিক সাওয়াই সিং জানান, জলাধার থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়েছে। আমরা ইতিমধ্যেই দুটি দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।
পরিবারের পক্ষ থেকে অবশ্য হত্যার অভিযোগ করা হয়েছে। শিশু দুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মর্গের সামনে ধরনায় বসে পড়েন পরিবারের সদস্যরা। মৃত্যুর কারণ বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে তা অনেকটাই পরিষ্কার হবে বলে আশা তদন্তকারীরা। তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan News: নিখোঁজ দুই শিশুর দেহ মিলল পরিতক্ত্য বাড়ির জলাধারে! হাড়হিম করা ঘটনা রাজস্থানে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement