Mumbai News: মুম্বইয়ে কাকভোরে পুড়ে ছাই বসতবাড়ি, ঘুমের মধ্যেই বেঘোরে মৃত্যু ৭ জনের

Last Updated:

মুম্বইয়ের চেম্বুরের এলাকায় একটি বাড়িতে আগুন লেগে পুড়ে মারা গেলেন ওই বাড়ির সাত জন। রবিবার কাকভোরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে। এই দুর্ঘটনা মূলত শর্ট সার্কিট থেকেই হয়েছে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মুম্বই: মুম্বইয়ের চেম্বুরের এলাকায় একটি বাড়িতে আগুন লেগে পুড়ে মারা গেলেন ওই বাড়ির সাত জন। রবিবার কাকভোরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে। এই দুর্ঘটনা মূলত শর্ট সার্কিট থেকেই হয়েছে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।
সূত্রের খবর, ঘটনার সময় মৃতেরা প্রত্যেককেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তাই কেউই বুঝতে পারেননি। অন্যদিকে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিপত্তি বেড়ে যায়। আগুন বেড়ে যাওয়ার পর দমকল এসে উদ্ধার করে আহতদের নিকটবর্তী রাজওয়াড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাতজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।
advertisement
advertisement
advertisement
ওই বাড়ির একতলায় দোকানঘর ছিল, মনে করা হচ্ছে সেখানেই বৈদ্যুতিক তারের জটলা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা তেমন না হলেও মৃতেরা প্রত্যেকেই ঘুমিয়ে থাকার দরুন দুর্ঘটনা বড় আকার নিয়েছে।
দমকল এবং জলের ট্যাংকারের সাহায্যে সকাল সওয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
এই বিষয়ে অনসাইট ইঞ্জিনিয়ার শ্রী কানগুড়ে, এই বাড়িটি দ্বিতল ছিল মূলত একতলায় দোকানঘর এবং দ্বিতীয় তলায় লোকজন বসবাস করত।
প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। মৃতেরা হলেন, প্যারিস গুপ্তা (৭), নরেন্দ্র গুপ্তা (১০), মঞ্জু প্রেম গুপ্তা (৩০) অনিতা গুপ্তা (৩৯) প্রেম গুপ্তা (৩০), বিধি গুপ্তা এবং গীতা গুপ্তা।
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai News: মুম্বইয়ে কাকভোরে পুড়ে ছাই বসতবাড়ি, ঘুমের মধ্যেই বেঘোরে মৃত্যু ৭ জনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement