Rahul Gandhi: তাঁকে দেখেই 'মোদি', 'মোদি' চিৎকার, অসমে কী করলেন রাহুল? অবাক বিজেপি কর্মীরও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিজেপি অবশ্য পাল্টা দাবি করেছে, মোদির নামে জয়ধ্বনি এবং জয় শ্রীরাম ধ্বনি শুনে মেজাজ হারিয়েই রাহুল বিজেপি কর্মী সমর্থকদের দিকে তেড়ে যান৷
নওগাঁও: ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বে বিজেপি শাসিত অসমে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ আর সেখানে গিয়েই যাত্রাপথে ‘মোদি’, ‘মোদি’ চিৎকার শুনতে হল কংগ্রেস নেতাকে৷ যদিও যে বিজেপি সমর্থকরা রাস্তার পাশ থেকে রাহুলকে উদ্দেশ্য করে ‘মোদি’, ‘মোদি’, চিৎকার করছিলেন, তাঁদের উদ্দেশ্যে পাল্টা চুমু ছুড়ে দেন রাহুল গান্ধি৷ এমন কি, একসময় বাস থামিয়ে তাঁদের সঙ্গে গিয়ে কথাও বলেন রাহুল৷ নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে রাহুল গান্ধি লিখেছেন, ‘আমাদের ভালবাসার দোকান সবার জন্যই খোলা৷ জুড়বে ভারত, জুড়বে হিন্দুস্তান৷’
এই ঘটনাটি ঘটেছে অসমের নওগাঁওতে৷ মণিপুর, নাগাল্যান্ড পেরিয়ে বর্তমানে অসমে পৌঁছেছে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা৷ এই ঘটনার কথা পরে অসমের একটি জনসভাতেও উল্লেখ করেন রাহুল৷ সেখানে তিনি বলেন, কংগ্রেস নরেন্দ্র মোদি অথবা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কাউকেই ভয় পায় না৷ কংগ্রেস অবশ্য অভিযোগ করেছে, রাহুল গান্ধি, জয়রাম রমেশ সহ তাদের নেতাদের বিরক্ত করতেই এই কাজ করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা৷
advertisement
advertisement
রাহুলের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য ব্যবহৃত বিশেষ বাসের জানলার ধারে বসে রয়েছেন৷ সেই সময় তাঁকে দেখতে পেয়েই রাস্তার পাশেই এক জায়গায় জড়ো হওয়া কিছু বিজেপি কর্মী সমর্থক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে জয়ধ্বনি দিতে শুরু করেন৷ ‘জয় শ্রীরাম’ বলেও চিৎকার করতে থাকেন তাঁরা৷ স্বভাবতই ভিড় সরিয়ে দিতে চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা৷ কোনও অনভিপ্রেত ঘটনার আশঙ্কায় বাসের ভিতরে রাহুল গান্ধির নিরাপত্তারক্ষীরাও তাঁকে আড়াল করার চেষ্টা করেন৷
advertisement
सबके लिए खुली है मोहब्बत की दुकान,
जुड़ेगा भारत, जीतेगा हिंदुस्तान।🇮🇳 pic.twitter.com/Bqae0HCB8f— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2024
প্রথমে ওই ভিড়ের দিকে হাসি মুখে হাত নেড়ে, চুম ছুড়ে দেন রাহুল৷ তাতে যেন আরও উৎসাহিত হয়ে ‘মোদি’, ‘মোদি’ চিৎকার করতে থাকেন বিজেপি, সমর্থকরা৷ এর পরেই চালককে বাস থামানোর নির্দেশ দেন রাহুল৷ বাস থেকে নেমে ওই বিজেপি কর্মী, সমর্থকদের ভিড়েই মিশে যান তিনি৷
advertisement
বিজেপি অবশ্য পাল্টা দাবি করেছে, মোদির নামে জয়ধ্বনি এবং জয় শ্রীরাম ধ্বনি শুনে মেজাজ হারিয়েই রাহুল বিজেপি কর্মী সমর্থকদের দিকে তেড়ে যান৷ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘নিরাপত্তারক্ষীরা ওনাকে আটকেছেন৷ ভালবাসার দোকান নয়, এটা আসলে অহঙ্কারের দোকানের উদাহরণ৷ জয় শ্রীরাম এবং মোদি, মোদি ধ্বনি শুনে রাহুল গান্ধি জনতার দিকে রেগে গিয়ে তেড়ে গেলেন৷ উত্তরাধিকারের জোরে ক্ষমতাবান একজন মানুষের উদ্ধত এবং লজ্জাজনক আচরণ৷’
advertisement
যদিও রাহুল গান্ধি অবশ্য অসমের জনসভায় দাবি করেন, ‘এই জায়গায় পৌঁছনোর ২-৩ কিলোমিটার আগে ২০-২৫ জন বিজেপি কর্মী হাতে লাঠি নিয়ে আমাদের বাসের সামনে চলে আসেন৷ যখন আমি বাস থেকে নেমে এলাম, তখন ওঁরা পালিয়ে গেলেন৷ ওরা ভাবছে কংগ্রেস হয়তো বিজেপি এবং আরএসএস কর্মীদের ভয় পায়৷ ওরা কী স্বপ্ন দেখছে জানি না৷ আমাদের যত খুশি পোস্টার, প্ল্যাকার্ড ওরা ছিঁড়তে পারে, আমাদের কিছু যায় আসে না৷ নরেন্দ্র মোদি অথবা এখানকার মুখ্যমন্ত্রী, আমরা কাউকেই ভয় পাই না৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 8:36 AM IST