Ram Mandir inauguration: এআই নির্ভর ড্রোন, দশ হাজার সিসিটিভি ক্যামেরা! বেনজির নিরাপত্তার চাদরে অযোধ্যা

Last Updated:

নিরাপত্তায় কোনও ফাঁক না রাখতেই বিভিন্ন ভাষা বুঝতে সক্ষম পুলিশকর্মীরা ভিড়ের মধ্যে মিশে থাকবেন৷

নিরাপত্তার চাদরে অযোধ্যা৷ ছবি- পিটিআই
নিরাপত্তার চাদরে অযোধ্যা৷ ছবি- পিটিআই
অযোধ্যা: রাম মন্দিরের উদ্বোধনে নজর গোটা বিশ্বের৷ আর সেই উদ্বোধন অনুষ্ঠানকে নির্বিঘ্নে সারতেই গোটা অযোধ্যাকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলল উত্তরপ্রদেশ সরকার৷ কোনওরকমের অপ্রীতিকর ঘটনা আটকাতে নিরাপত্তার একাধিক স্তর তৈরি করা হয়েছে৷ অযোধ্যা শহরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা নিয়ন্ত্রিত দশ হাজার সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে৷ ভিড়ের মধ্যে মিশে থাকবে প্রচুর সংখ্যক সাদাক পোশাকের পুলিশকর্মীরা৷ এ ছাড়াও আকাশপথে ড্রোন দিয়েও চলছে নজরদারি৷
রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সরকারি ভাবে আমন্ত্রিতের সংখ্যা ৭ হাজার৷ কিন্তু এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে ইতিমধ্যেই গোটা দেশ থেকে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন হাজার হাজার ভক্ত৷ ধর্মপথ, রামপথ থেকে শুরু করে হনুমানগড়ি অথবা আশরফি ভবন রোড- অযোধ্যার ছোট বড় রাস্তা, গলিতে এখন থিক থিক করছে মানুষের ভিড়৷ সেই ভিড়ের মধ্যেই কেউ অসাধু উদ্দেশ্য নিয়ে অযোধ্যায় হাজির হয়েছে কি না, তার উপর প্রতি মুহূর্তে কড়া নজর রাখছে সাদা পোশাকের পুলিশ এবং এই দশ হাজার সিসিটিভি ক্যামেরা৷
advertisement
advertisement
উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাস দমন বাহিনী শনিবারই অযোধ্যায় টহল দিয়েছে৷ এক সিনিয়র কর্তার কথায়, অযোধ্যা এখন এআই চালিত ড্রোনের নজরদারিতে রয়েছে৷ এ ছাড়াও অ্যান্টি মাইন ড্রোনও ব্যবহার করা হচ্ছে৷
আকাশ পথে যেমন এআই নিয়ন্ত্রিত ড্রোন দিয়ে অযোধ্যার অলি গলির এবং
advertisement
রাম মন্দির চত্বরের নজরদারি চলছে, একই ভাবে মাটিতে কোথাও বিস্ফোরক বা মাইন পুঁতে রাখা হয়েছে কি না তা খুঁজে দেখছে অ্যান্টি মাইন ড্রোন৷ অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোনগুলি মাটির এক মিটার উপর দিয়ে উড়তে উড়তেই কোথাও বিস্ফোরক বা মাইন পোঁতা থাকলে তা চিহ্নিত করতে সক্ষম৷
অযোধ্যার প্রায় প্রতিটি মোড়়েই যান নিয়ন্ত্রণ করছে পুলিশ৷ কারণ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন ক্ষেত্রের বহু বিখ্যাত ব্যক্তিত্বের অযোধ্যায় আসার কথা৷ উত্তর প্রদেশ পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির সংলগ্ন এলাকাগুলিকে রেড জোন, ইয়েলো জোনে ভাগ করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
নিরাপত্তায় কোনও ফাঁক না রাখতেই বিভিন্ন ভাষা বুঝতে সক্ষম পুলিশকর্মীরা ভিড়ের মধ্যে মিশে থাকবেন৷ যাতে হিন্দি বাদে অন্য কোনও ভাষাতেও কেউ কোনও ভাষাতেও কোনও নাশকতার পরিকল্পনা কানে এলেই ধরতে পারেন তাঁরা৷ সরযূ নদীর পাড় সংলগ্ন এলাকাগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir inauguration: এআই নির্ভর ড্রোন, দশ হাজার সিসিটিভি ক্যামেরা! বেনজির নিরাপত্তার চাদরে অযোধ্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement