এফডিআই নীতি সংশোধন, মোদি সরকারকে ধন্যবাদ জানালেন রাহুল

Last Updated:

ভারতীয় সংস্থাগুলির স্বার্থ রক্ষায় কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধি৷

আর্থিক মন্দার সুযোগ নিয়ে ভারতীয় সংস্থাগুলির উপরে চিনের দখলদারি রুখতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI নীতি সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার৷ এবার থেকে  ভারতের সীমান্ত লাগোয়া কোনও দেশ বা সেখানকার নাগরিক ভারতীয় সংস্থায় বিনিয়োগ করতে গেলে বিদেশি কোনও সংস্থা বা ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে৷
ভারতীয় সংস্থাগুলির স্বার্থ রক্ষায় কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধি৷ শুধু তাই নয়, এফডিআই নীতি সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই মন্দার সুযোগ নিয়ে বিদেশি সংস্থাগুলি ভারতীয় সংস্থাগুলির উপর দখলদারি বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাহুল৷ জাতীয় সংকটের সময় যাতে বিদেশি সংস্থাগুলি ভারতীয় সংস্থাগুলির মালিকানা নিয়ে না নিতে পারে, কেন্দ্রীয় সরকারকে সেই আবেদনও করেছিলেন কংগ্রেস সাংসদ৷
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকার এফডিআই নীতি পরিবর্তন করার ফলে এবার থেকে ভারতের সীমান্ত লাগোয়া সব দেশ এবং সেখানকার নাগরিককেই নির্দিষ্ট  ভারতীয় সংস্থায় বিনিয়োগ করতে গেলে তা কেন্দ্রীয় সরকারের গোচরে এনে অনুমতি নিতে হবে৷ তবে চিনা আগ্রাসনের কথা মাথায় রেখেই যে কেন্দ্রের এই পদক্ষেপ, তা বলার অপেক্ষা রাখে না৷ এতদিন শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য এই নিয়ম কার্যকর ছিল৷
advertisement
সরকারের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে রাহুল লিখেছেন, 'আমার সতর্কবার্তায় সাড়া দিয়ে নির্দিষ্ট কিছু ক্ষেত্রের সংস্থাগুলিতে বিদেশি বিনিয়োগের জন্য নীতি সংশোধন করেছে সরকার৷ এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই৷
বাংলা খবর/ খবর/দেশ/
এফডিআই নীতি সংশোধন, মোদি সরকারকে ধন্যবাদ জানালেন রাহুল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement