Rafale Verdict: 'চৌকিদার কখনও চোর হতে পারে না': অমিত শাহ
Last Updated:
#নয়াদিল্লি: নস্যাৎ হয়ে গিয়েছে দুর্নীতির অভিযোগ । খারিজ হয়ে গিয়েছে তদন্তের আপিল । এইমুহূর্তে রাফাল রায়ে স্বস্তিতে কেন্দ্র। এরপরই বিরোধীদের বিরুদ্ধে পাল্টা সরব হল কেন্দ্রীয় শাসক দল ।
আজ সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধীদের তীব্র আক্রমন করেছেন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ। এই রায়ে সত্যের জয় হয়েছে ও শীর্ষ আদালতের রায় মিথ্যাবাদীদের মুখে থাপ্পড় মেরেছে, মন্তব্য অমিত শাহের।
BJP President Amit Shah: We welcome the judgement of the Supreme Court, the truth has won. People were being misled by unfortunately the country's oldest party. Its a slap on politics of lies. #RafaleDeal pic.twitter.com/sLqRlpusww
— ANI (@ANI) December 14, 2018
advertisement
advertisement
ইচ্ছাকৃতভাবে জনগণকে বোকা বানানোর চেষ্টা হয়েছিল ও তাঁর জন্য মিথ্যের রাজনীতির আশ্রয় নিতে দ্বিধাবোধ করেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, দাবি শাহের। এর পাশাপাশি তিনি জানিয়েছেন স্বাধীন ভারতে এতবড় মিথ্যাচার আগে হয়নি ও সেই কারণে ভারতীয় সেনা ও দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিৎ রাহুল গান্ধির।
রাফাল নিয়ে যে অভিযোগগুলি করেছিলেন রাহুল তার সূত্র কী তা দেশবাসীকে জানানো উচিৎ রাহুলের।
advertisement
BJP President Amit Shah: Rahul Gandhi ji should apologize to the nation for misleading people. Want to ask Rahul ji what was the source of information on basis of which he made such big allegations? #RafaleDeal pic.twitter.com/v2kSjXAait — ANI (@ANI) December 14, 2018
advertisement
দুর্নীতির প্রমাণ থাকলে সুপ্রিম কোর্টে যাননি কেন রাহুল, প্রশ্ন অমিত শাহের । রাজনীতির জন্য দেশের সুরক্ষাকে সংকটে ফেলেছেন রাহুল। এছাড়াও দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল একটি দুর্নীতির আখড়া ও সেই কারণেই বারবার মিথ্যা অভিযোগ আনছে কংগ্রেস।‘চৌকিদার চোর’— রাফাল ইস্যুতে এই স্লোগান তুলে লাগাতার প্রচার চালিয়েছেন রাহুল। এবার চোরেরা একজোট হয়েছে ও সেই চৌকিদারকেই চোর বানানোর চেষ্টা চলছে, কটাক্ষ করেছেন শাহ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2018 2:22 PM IST