Rahul Gandhi: 'রাহুল, বাড়ি আছো?' দরজায় দাঁড়িয়ে দিল্লি পুলিশ! বেনজির কাণ্ডে তোলপাড় দেশ

Last Updated:

Rahul Gandhi: রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশের দল! তারপর কী ঘটল...

রাহুলের বাড়িতে দিল্লি পুলিশ
রাহুলের বাড়িতে দিল্লি পুলিশ
রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশ ! 'ভারত জোড়ো যাত্রা'র সময় রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন, "মহিলারা এখনও যৌন হেনস্থার শিকার হচ্ছেন।' সেই মন্তব্যের প্রেক্ষিতে আজ তাঁর বাড়িতে গেল দিল্লি পুলিশ। রবিবার সকালে স্পেশ্যাল কমিশনার সাগরপ্রিত হুডার নেতৃত্বে তুঘলক রোডের বাড়িতে দিল্লি পুলিশের তদন্তকারী দল।
সামাজিক মাধ্যমে ছডিয়ে পড়া রাহুল গান্ধির বক্তব্যের প্রেক্ষিতে তাঁর থেকে প্রমাণ চায় দিল্লি পুলিশ। ভারত জোড়ো যাত্রার সময় কোনও মহিলা তাঁর কাছে যৌন হেনস্থার অভিযোগ করেছেন কিনা, তা জানতে চান তদন্তকারীরা। যদি কোনও মহিলা যৌন হেনস্থার শিকার হন, তাহলে পুলিশ তাঁকে নিরাপত্তা দেবে বলেও জানানো হয়।
advertisement
advertisement
ভারত জোড়ো যাত্রা শেষ করে লন্ডনে গিয়েছিলেন রাহুল গান্ধি। তারমধ্যেই সংসদের অধিবেশন শুরু হওয়ায় তোলপাড় জাতীয় রাজনীতি। রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে অনড় বিজেপি। কেমব্রিজে ভারতের গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। রাহুল গান্ধির বিরুদ্ধে দেশকে অপমান করার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি।
advertisement
গত ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনে বক্তৃতা করার সময়, দেশের এক শিল্পপতির সঙ্গে নরেন্দ্র মোদির নাম জড়িয়ে কিছু বিরূপ মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ। এমনকি, একটি ছবিও দেখিয়েছিলেন। ওয়ানাদের কংগ্রেস সাংসদের সেই মন্তব্য ঘিরে তপ্ত হয়ে উঠেছিল সংসদ অধিবেশন। এরপরেই রাহুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সম্পর্কে প্রমাণ ছাড়া অসম্মানজনক কথা বলার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিস আনেন বিজেপি সাংসদেরা।গত ৭ ফেব্রুয়ারি, তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। মোদি সম্পর্কে রাহুলের মন্তব্যকে 'অসম্মানজনক, বিভ্রান্তিমূলক এবং অসংসদীয়' বলে দাবি করে বিজেপি। এবার রাহুলের মন্তব্য়ের পুঙ্খাবুপুঙ্খ বিবরণ পেতে ওই দুই বিজেপি সাংসদকে নোটিস দিয়ে তলব করে সংসদের প্রিভিলেজ কমিটি।
advertisement
ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্রদের সামনে বক্তৃতা করার জন্য আমন্ত্রিত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। প্রত্যাশা মতোই তাঁর এদিনের বক্তব্যে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল স্বীকার করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে শুরু হওয়া উজ্জ্বলা যোজনা এবং পিএম জন ধন যোজনা অবশ্যই ভাল প্রকল্প৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'রাহুল, বাড়ি আছো?' দরজায় দাঁড়িয়ে দিল্লি পুলিশ! বেনজির কাণ্ডে তোলপাড় দেশ
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement