Jitendra Tiwari: গ্রেফতার হয়ে কোর্টের মধ্যেই বেনজির কাণ্ড ঘটালেন জিতেন্দ্র তিওয়ারি! বিজেপি নেতাকে দেখে অবাক সকলে

Last Updated:

Jitendra Tiwari: কম্বল বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনা মামলায় গ্রেফতার হওয়া আসানসোলের বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে আজ, রবিবার আসানসোল বিশেষ আদালতে পেশ করা হয়।

আদালতে নিজেই সওয়াল করলেন জিতেন্দ্র তিওয়ারি
আদালতে নিজেই সওয়াল করলেন জিতেন্দ্র তিওয়ারি
আসানসোল: নজিরবিহীন! বিচারকের সামনে নিজের আইনি লড়াইয়ে সওয়াল জবাবে নিজেই অংশ নিলেন জিতেন্দ্র তিওয়ারি। নিজের ইচ্ছেতেই কোনও আইনজীবী রাখেননি জিতেন্দ্র। এক সময় আসানসোল আদালতের আইনজীবী হয়ে বহু মামলা লড়েছেন জিতেন্দ্র। আজ নিজের মামলায় নিজেই সওয়াল করলেন আইনজীবী তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তবে, বিচারকের কাছে জামিনের আবেদন না করে নিজেই চাইলেন দু'দিনের পুলিশ হেফাজত। যদিও বিচারক তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনা মামলায় গ্রেফতার হওয়া আসানসোলের বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে আজ, রবিবার আসানসোল বিশেষ আদালতে পেশ করা হয়। শনিবারই দিল্লি থেকে কলকাতা হয়ে রাতেই তাঁকে নিয়ে আসা হয়েছে আসানসোলে। কম্বল বিতরণ ঘটনায়, দিল্লি থেকে গ্রেফতার বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ দিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছয় এবং বিভিন্ন জায়গায় বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালায়। তারপরই শনিবার নয়ডায় খোঁজ মেলে জিতেন্দ্রর। তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙালে একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী আসানসোল পুর নিগমের বিরোধী দলনেতা কাউন্সিলর চৈতালি তিওয়ারি৷ শুভেন্দু অধিকারী অনুষ্ঠান মঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কম্বল নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিনজনের। আহত হন বেশ কয়েকজন।
advertisement
ওই অনুষ্ঠান সেই ঘটনাতেই এক মৃতের পরিবারের পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন জিতেন্দ্র এবং তাঁর স্ত্রী চৈতালি৷ এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত৷ এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র তিওয়ারি৷ সোমবার শীর্ষ আদালতে মামলাটি ওঠার কথা। তার আগেই জিতেন্দ্রকে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jitendra Tiwari: গ্রেফতার হয়ে কোর্টের মধ্যেই বেনজির কাণ্ড ঘটালেন জিতেন্দ্র তিওয়ারি! বিজেপি নেতাকে দেখে অবাক সকলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement