'গব্বর সিং ট্যাক্স' নয়, ক্ষমতায় এলে সরলীকৃত জিএসটি ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি রাহুল গান্ধির

Last Updated:
#নয়াদিল্লি: জিএসটিকে একাধিকবার 'গব্বর সিং ট্যাক্স' বলে আখ্যায়িত করেছেন কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থে এবার আরও বেশি সহজ ও সাধারণ জিএসটি ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দিলেন রাহুল ।
গব্বর সিং ট্যাক্স ও নোটবন্দির কারণে কর্মসংস্থানের ক্ষতি হয়েছে, কাজ হারিয়েছেন কোটি কোটি মানুষ । ক্ষমতায় এলে জিএসটি ২.০ চালু করবে কংগ্রেস, জানিয়েছেন রাহুল ।
advertisement
advertisement
ট্যুইটারে কংগ্রেসের সরলীকৃত জিএসটির একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল । নোটবন্দি ও জিএসটির মাধ্যমে কেবলমাত্র গরিব মানুষের সর্বনাশ করা হয়েছে কিন্তু ন্যায় প্রকল্পের মাধ্যমে তাঁরা উপকৃত হবেন, রাজস্থানে জানিয়েছেন রাহুল । প্রসঙ্গত, কংগ্রেস ও বিজেপি- দুই দলের ইশতাহারেই সরলীকৃত জিএসটির উল্লেখ রয়েছে ।
বাংলা খবর/ খবর/দেশ/
'গব্বর সিং ট্যাক্স' নয়, ক্ষমতায় এলে সরলীকৃত জিএসটি ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি রাহুল গান্ধির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement