হোম /খবর /দেশ /
সাংসদ পদ খারিজ হতেই ট্যুইটার অ্যাকাউন্টে 'বড়' বদল, কী লিখলেন রাহুল গান্ধি?

Rahul Gandhi | Congress | BJP: সাংসদ পদ খারিজ হতেই ট্যুইটার অ্যাকাউন্টে 'বড়' বদল! কী লিখলেন রাহুল গান্ধি?

অভিযোগ, ২০১৯ এর লোকসভা নির্বাচনে ওয়ানাদে ভোট প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল। সেই মামলায় গত বৃহস্পতিবার তাঁকে দোষী সাব্যস্ত করে সুরাতের একটি আদালত। তাতে তাঁর ২ বছরের জেলের সাজাও শোনানো হয়। যদিও প্রায় সঙ্গে সঙ্গেই জামিনের আবেদন করলে, সেই আবেদনও মঞ্জুর হয়ে যায়।

আরও পড়ুন...
  • Share this:

নয়াদিল্লি: চার বছরের পুরনো মানহানি মামলায় ২ বছরের জেল। আর তার পরপরই খারিজ সাংসদ পদ। রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধান্তের পর পরই বিরোধিতায় সরব হয়েছেন মমতা-কেজরীর মতো বিরোধী নেতারা। দিল্লির রাজঘাটে রাহুল ইস্যুতে ধর্নায় বসেছে কংগ্রেস। সাংসদ পদ খারিজ হওয়ার পরে ট্যুইটারে নিজের 'বায়ো ডেসক্রিপশন'ও বদলে দিয়েছেন রাহুল। কী লিখেছেন সেখানে?

এতদিন, রাহুলের বায়ো সেকশনে লেখা ছিল 'মেম্বার অফ পার্লামেন্ট' অর্থাৎ, সংসদের সদস্য। এখন সেখানে লেখা, 'This is the official account of Rahul Gandhi | Member of the Indian National Congress | Dis'Qualified MP'। অর্থাৎ, এটা রাহুল গান্ধির অফিশিয়াল অ্যাকাউন্ট, ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য, Dis'Qualified MP।

আরও পড়ুন:'শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে মীরজাফর বলা হচ্ছে, তখন কেন মামলা হচ্ছে না', রাহুল-কাণ্ডে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

অভিযোগ, ২০১৯ এর লোকসভা নির্বাচনে ওয়ানাদে ভোট প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল। সেই মামলায় গত বৃহস্পতিবার তাঁকে দোষী সাব্যস্ত করে সুরাতের একটি আদালত। তাতে তাঁর ২ বছরের জেলের সাজাও শোনানো হয়। যদিও প্রায় সঙ্গে সঙ্গেই জামিনের আবেদন করলে, সেই আবেদনও মঞ্জুর হয়ে যায়।

আরও পড়ুন:নামমাত্র খরচে ট্রেনে ঘুরে আসুন অসম-অরুণাচল! এসে গেল ভারত গৌরব ট্রেনের বিশেষ ট্যুর প্ল্যান

কিন্তু, আইন অনুযায়ী কোনও ব্যক্তি দু'বছর বা তার বেশি সময়ের জন্য সাজা প্রাপ্ত হলে ওই ব্যক্তির সাংসদ অথবা বিধায়ক পদ তৎক্ষণাৎ খারিজ হয়ে যায়। এমনকি, তেমনটা হলে আগামী ছ'বছর নির্বাচনেও অংশ নিতে পারেন না তিনি। নিম্ন আদালতের রায় ঘোষণার পরের দিন, অর্থাৎ, শুক্রবারই রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: BJP, Congress, Rahul Gandhi