Indian Railway | Bharat Gaurav Train: নামমাত্র খরচে ট্রেনে ঘুরে আসুন অসম-অরুণাচল! এসে গেল ভারত গৌরব ট্রেনের বিশেষ ট্যুর প্ল্যান
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
* ভারত গৌরব ট্রেনে যোগাযোগ বাড়াতে নজর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
উত্তর-পূর্ব ভারতে পর্যটন ব্যবসার উন্নয়নে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার খরচ সকলের সাধ্যের মধ্যে নিয়ে আসতে বিশেষ উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। উত্তর পূর্ব ভারতের ৫টি গুরুত্বপূর্ণ জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য উত্তরপূর্বের জন্য চালু হল ভারত গৌরব ট্রেন। এই বিশেষ ধরনের ট্রেনের মাধ্যমে শুধুমাত্র উত্তর পূর্ব ভারতেরই নয়, গোটা দেশেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গৌরবমণ্ডিত জায়গা পরিদর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তবে উত্তর পূর্ব ভাতের জন্য এই ধরনের বিলাসবহুল এসি ডিলাক্স ট্রেন এই প্রথম
advertisement
advertisement
ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই উত্তর-পূর্ব সফর। 'নর্থইস্ট ডিসকভারি: বিয়ন্ড গুয়াহাটি'। শুক্রবার প্রথম টুরিস্ট হল্ট হল গুয়াহাটিতে। ট্রেনটি গত ২১ মার্চ দিল্লির সফদরজঙ স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। ২ দিন পরে তা পৌঁছয় উত্তরপূর্বের প্রবেশদ্বার গুয়াহাটিতে। ট্রেনটি স্টশনে পৌঁছনো মাত্র সওয়ার যাত্রী ও পর্যটকদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বিহু শিল্পীরা তাঁজের বিহু নৃত্যও পরিবেশন করেন (অসমের লোকনৃত্য)। দিল্লি থেকে গুয়াহাটি পর্যন্ত সফর করে অত্যন্ত তুষ্ট যাত্রীরা।
advertisement
advertisement
advertisement
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য এমন পর্যটন স্পেশাল ট্রেন এটিই প্রথম। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রেল পথে যোগাযোগ আরও বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। সড়কপথ বা বিমানে যোগাযোগের খরচ অনেকটাই সস্তা৷ এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ একসাথে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে যাতায়াত করতে পারবেন৷ পর্যটনের দিক থেকেও উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য এখনও অপ্রকাশিত। সেক্ষেত্রে ভারত গৌরবের মতো ট্রেন চালানো হলে তা অবশ্যই আগ্রহ তৈরি করবে। তাই এই ট্রেনের প্রচার করছে ভারতীয় রেল।।