Rahul Gandhi | Priyanka Gandhi: 'শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে মীরজাফর বলা হচ্ছে, তখন কেন মামলা হচ্ছে না', রাহুল-কাণ্ডে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
কদিন আগেই সংসদের অধিবেশনে গান্ধি পরিবারকে তীব্র কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রশ্ন তুলেছিলেন, তাঁদের পরিবারের কেউ কেন এখন নেহরু পদবি ব্যবহার করেন না? এদিন সেই প্রসঙ্গও তোলেন প্রিয়াঙ্কা।
নয়াদিল্লি: "একজন শহিদের ছেলেকে মীরজাফর বলা হচ্ছে, একটা পরিবারকে প্রতিদিন অপমান করা হচ্ছে। কই, তখন তো কোনও মামলা দায়ের হয় না।" ভাই রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার বিরোধিতায় কথা বলতে গিয়ে রবিবার বিজেপির বিরুদ্ধে এভাবেই একের পর এক তোপ দাগলেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। পাশাপাশি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'ভিতু' বলে কটাক্ষ করেনল তিনি৷ রবিবার দিল্লির রাজঘাটে কংগ্রেসের 'সঙ্কল্প সত্যাগ্রহ'-এর জনসভায় ভাই রাহুলের পাশে দাঁড়িয়ে রীতিমতো রণংদেহী মূর্তিতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।
প্রিয়াঙ্কার প্রশ্ন, "আমার দাদা, একজন শহিদের সন্তান, তাঁকে আপনারা মীরজাফর বলে সম্বোধন করো৷ আপনারা আমার মা-কে অপমান করো৷ আপনাদের মুখ্যমন্ত্রী বলেন রাহুল গান্ধি জানেন না তাঁর মা কে? আমাদের পরিবারকে আপনারা প্রত্য়েকদিন অপমান করেন৷ কিন্তু, তখন কোনও মামলা করা হয় না৷"
আরও পড়ুন:নামমাত্র খরচে ট্রেনে ঘুরে আসুন অসম-অরুণাচল! এসে গেল ভারত গৌরব ট্রেনের বিশেষ ট্যুর প্ল্যান
কদিন আগেই সংসদের অধিবেশনে গান্ধি পরিবারকে তীব্র কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রশ্ন তুলেছিলেন, তাঁদের পরিবারের কেউ কেন এখন নেহরু পদবি ব্যবহার করেন না? এদিনের বক্তৃতায় সেই প্রসঙ্গও তোলেন প্রিয়াঙ্কা৷ বলেন, "আপনাদের প্রধানমন্ত্রী সংসদের ভরা অধিবেশনে প্রশ্ন তুলেছেন, কেন এই পরিবার নেহরু পদবি ব্যবহার করে না৷ একজন কাশ্মিরী পণ্ডিতের গোটা পরিবারকে উনি অপমান করেন৷ বাবা মারা যাওয়ার পরে তাঁর ছেলেরই তো দায়িত্ব, তাঁর পরিবারের পদবি বয়ে নিয়ে চলা৷"
advertisement
advertisement
আরও পড়ুন:EVM নিয়ে বিরোধীদের বৈঠক, অথচ সেখানে গেল না TMC, কেন? তুঙ্গে জল্পনা
এরপরেই সরাসরি মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কার কটাক্ষ, "এই দেশের প্রধানমন্ত্রী ভিতু৷" কংগ্রেসের সাধারণ সম্পাদকের কথায়, যে মানুষটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড, কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, যিনি অর্থনীতিতে স্নাতকোত্তর, এমফিল, তাঁকে 'পাপ্পু' বলে সম্বোধন করা হয়৷ আর যখন দেখে, সেই পাপ্পুর সঙ্গে বৃষ্টি-বরফ উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ হেঁটে চলেছেন, তখন ওঁরা ঠিক করলেন, তাঁকে সংসদের বাইরেই পাঠিয়ে দেবেন, যাতে সে আর কোনও প্রশ্ন তুলতে না পারে৷
advertisement
প্রিয়াঙ্কার দৃপ্ত মন্তব্য, "আমাদের পরিবার রক্ত দিয়ে এই দেশের গণতন্ত্র রক্ষা করেছে৷ এই দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত৷"
২০১৯ এর একটি মামলায় গত বৃহস্পতিবারই রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ড দেয় গুজরাতের সুরাতের একটি আদালত৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি ওয়ানাদে ভোটপ্রচারে গিয়ে 'মোদি' পদবির অপমান করেছেন৷ এরপরেই গত শুক্রবার, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করার কথা ঘোষণা করা হয়৷ তারপর থেকেই রাহুল ইস্যুতে তপ্ত জাতীয় রাজনীতি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
March 26, 2023 4:49 PM IST