Charanjit Singh Channi draws comparison with Bengal: পটভূমি প্রায় এক, বাংলার ভোটের ফলেই ভরসা খুঁজছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী?

Last Updated:

চান্নির অভিযোগ, তাঁর বদনাম করার চেষ্টা করছে কেন্দ্র৷ তাঁকে ভোটে না দাঁড়ানোর জন্য পরোক্ষে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Charanjit Singh Channi)৷

ভোটের আগে চাপে চরণজিৎ সিং চান্নি৷
ভোটের আগে চাপে চরণজিৎ সিং চান্নি৷
#চণ্ডীগড়: তাঁর ভোটে দাঁড়ানো আটকাতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)৷ এ দিন পঞ্জাবের প্রতি কেন্দ্রের প্রতিহিংসা পরায়ণ আচরণের কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের উদাহরণও টেনেছেন চান্নি৷ তাঁর দাবি, কেন্দ্রের এই চেষ্টা সফল হবে না৷ কারণ পঞ্জাব এবং পশ্চিমবঙ্গ থেকেই সব বিপ্লবের শুরু হয়েছে৷
প্রসঙ্গত, বেআইনি বালি উত্তোলনের মামলায় চরণজিৎ সিং চান্নির এক আত্মীয়ের বাড়ি এবং অফিসে গতকাল তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হিসেব বহির্ভূত প্রায় দশ কোটি টাকা নগদ, একুশ লক্ষ টাকার গয়না, বারো লক্ষ টাকা দামের রোলেক্স ঘড়ি এবং সম্পত্তির নথির বাজেয়াপ্ত করেছে ইডি৷ ফলে নির্বাচনের (Punjab Elections 2022) মুখে অস্বস্তিতে পড়েছেন চান্নি৷ প্রসঙ্গেই এ দিন পাল্টা তোপ দেগেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
চান্নির অভিযোগ, তাঁর বদনাম করার চেষ্টা করছে কেন্দ্র৷ তাঁকে ভোটে না দাঁড়ানোর জন্য পরোক্ষে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ চান্নির অভিযোগ, এই মামলায় তাঁর নাম জড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে৷
advertisement
কংগ্রেস শাসিত পঞ্জাবে আগামী ২০ ফেব্রুয়ারি নির্বাচন৷ পঞ্জাবে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি৷ এ বারের পঞ্জাব নির্বাচনের সঙ্গে তাই কয়েক মাস আগে হওয়া পশ্চিমবঙ্গের নির্বাচনের পটভূমি অনেকটা একই রকমের৷ যদিও বাংলায় ক্ষমতা দখলে ব্যর্থ হয় বিজেপি৷ সম্ভবত সেই কারণেই বাংলার উদাহরণ টেনেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷
advertisement
কয়েকদিন আগেই পঞ্জাবে গিয়ে কৃষকদের অবরোধের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেই ঘটনার বদলা নিতেই তাঁর আত্মীয়ের বাড়িতে হানা দিয়েছে ইডি৷ ষড়যন্ত্র করে ২০১৮ সালে দায়ের হওয়া মামলায় তাঁর আত্মীয়কে ফাঁসানো হচ্ছে৷ চান্নি বলেন, 'যদি আমি কৃষকদের উপরে জোর খাটাতাম তাহলে হয়তো এসব কিছু হতো না৷ কিন্তু কেন্দ্র ইচ্ছাকৃত ভাবে পঞ্জাব এবং কৃষকদের বদনাম করার চেষ্টা করছে৷ কিন্তু পঞ্জাব এবং পশ্চিমবঙ্গ থেকে সবসময় বিপ্লবের শুরু হয়েছে৷'
advertisement
চান্নির আরও অভিযোগ, যে রাজ্যেই নির্বাচন থাকে, সেখানে ইডি, আয়কর দফতরের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের চাপে ফেলার চেষ্টা করে কেন্দ্র৷
তাঁর আত্মীয়ের বাড়িতে ইডি হানার পিছনে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এরও হাত রয়েছে বলে অভিযোগ করেছেন চান্নি৷ যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমরিন্দর সিং৷ চান্নির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Charanjit Singh Channi draws comparison with Bengal: পটভূমি প্রায় এক, বাংলার ভোটের ফলেই ভরসা খুঁজছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement