হোম /খবর /দেশ /
পিছিয়ে গেল পঞ্জাবের বিধানসভা নির্বাচন, ২০ ফেব্রুয়ারি ভোট, জানাল নির্বাচন কমিশন

Punjab Assembly Election: পিছিয়ে গেল পঞ্জাবের বিধানসভা নির্বাচন, ২০ ফেব্রুয়ারি ভোট, জানাল নির্বাচন কমিশন

File Photo

File Photo

Punjab Assembly Election will be held on 20th February: পঞ্জাবের বিধানসভা ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন। ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ফেব্রুয়ারি সে রাজ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন।

  • Last Updated :
  • Share this:

চণ্ডীগড়: ২০২২ সালে পাঁচ রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ। আগামী ১৪ ফে্বরুয়ারিতে ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ পঞ্জাবের বিধানসভা নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি ৷

আরও পড়ুন-নিজের বরের জন্য খোঁজেন গার্লফ্রেন্ড, বিয়ের পরেও স্বামীকে অন্য মহিলাদের সঙ্গে রোম্যান্সের অনুমতি স্ত্রী-র !

পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি নির্বাচন কমিশনারের কাছে আগেই পঞ্জাবে ১৪ ফেব্রুয়ারির ভোট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁর সে দাবি শেষপর্যন্ত মেনেই নেওয়া হল ৷

আরও পড়ুন-সঙ্গমের পরে ভয়ঙ্কর অ্যালার্জিতে কাবু আমেরিকার যুবতী, শেষে কন্ডোম বদলে মুশকিল আসান!

এর আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি কমিশনকে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেন জানান। নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে লেখা এক চিঠিতে ১৪ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভা নির্বাচনের ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানান চরণজিৎ সিং চান্নি।  বিজেপি, বিএসপি-র প্রতিনিধিরাও কমিশনের কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানান। এই দাবি মেনে কমিশন শেষপর্যন্ত পঞ্জাবের বিধানসভা নির্বাচনের দিন ১৪ তারিখ থেকে পিছিয়ে ২০ ফেব্রুয়ারি করে দিয়েছে। এক দফাতেই নির্বাচন সম্পন্ন হবে।

গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে প্রায় ২০ লক্ষ ভক্ত উত্তরপ্রদেশের বারাণসীতে ১০ থেকে ১৬ জানুয়ারি উপস্থিত থাকবেন। ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হলে তাঁরা ভোট দিতে পারতেন না। সে দিক বিবেচনা করেই নির্বাচন কমিশন শেষপর্যন্ত ভোট পিছিয়ে দিল।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Punjab