চণ্ডীগড়: ২০২২ সালে পাঁচ রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ। আগামী ১৪ ফে্বরুয়ারিতে ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ পঞ্জাবের বিধানসভা নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি ৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি নির্বাচন কমিশনারের কাছে আগেই পঞ্জাবে ১৪ ফেব্রুয়ারির ভোট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁর সে দাবি শেষপর্যন্ত মেনেই নেওয়া হল ৷
Punjab Assembly election will be held on 20th February: ECI pic.twitter.com/rPJTAt0OEn
— ANI (@ANI) January 17, 2022
আরও পড়ুন-সঙ্গমের পরে ভয়ঙ্কর অ্যালার্জিতে কাবু আমেরিকার যুবতী, শেষে কন্ডোম বদলে মুশকিল আসান!
এর আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি কমিশনকে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেন জানান। নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে লেখা এক চিঠিতে ১৪ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভা নির্বাচনের ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানান চরণজিৎ সিং চান্নি। বিজেপি, বিএসপি-র প্রতিনিধিরাও কমিশনের কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানান। এই দাবি মেনে কমিশন শেষপর্যন্ত পঞ্জাবের বিধানসভা নির্বাচনের দিন ১৪ তারিখ থেকে পিছিয়ে ২০ ফেব্রুয়ারি করে দিয়েছে। এক দফাতেই নির্বাচন সম্পন্ন হবে।
গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে প্রায় ২০ লক্ষ ভক্ত উত্তরপ্রদেশের বারাণসীতে ১০ থেকে ১৬ জানুয়ারি উপস্থিত থাকবেন। ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হলে তাঁরা ভোট দিতে পারতেন না। সে দিক বিবেচনা করেই নির্বাচন কমিশন শেষপর্যন্ত ভোট পিছিয়ে দিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Punjab