Prashant Kishor: বিহারে ক’টা আসন পাবে প্রশান্ত কিশোরের দল...নিজেই ভবিষ্যৎবাণী করলেন পিকে, সংখ্যাটা শুনবেন?

Last Updated:

এবারের নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন তিনি৷ কেন এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নেরও উত্তর দেন পিকে৷ তাঁর যুক্তি, ‘‘আমি কখনই ঘোষণা করিনি যে কোথাও কোনও কেন্দ্র থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব৷ আমি বলেছিলাম, আমি যদি ভোটে লড়ি, তাহলে কারগহর থেকে লড়ব৷ আমি X- ফ্যাক্টর নই৷’’

News18
News18
পটনা: নভেম্বর পড়ে গেছে৷ আর ক’দিন পরেই বিহারে প্রথম দফার ভোটগ্রহণ৷ তার আগে শেষ পর্যায়ের প্রচার সেরে নিচ্ছে সব রাজনৈতিক দল৷ এবার নির্বাচনেই প্রথমবার নিজের দল নিয়ে ময়দানে নেমেছেন ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর৷ ‘কিং মেকার’ বলে এতদিন যিনি প্রসিদ্ধ, তিনি কি পারবেন নিজের দলকে ক্ষমতায় নিয়ে যেতে? এবারের নির্বাচনে কেমন ফলাফল আশা করছেন তিনি৷ খোলাখুলি জানালেন সংবাদমাধ্যমের সামনে৷
বিহারে আগামী নির্বাচনে তাঁর দল কেমন ফল করতে পারে, সে বিষয়ে পিকে-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি দু’টো সম্ভাবনা দেখতে পাচ্ছি৷ মানুষ বিকল্প হিসাবে জনসুরজ পার্টিকে বিবেচনা করেছেন, কিন্তু ভোট দেওয়া হচ্ছে অনেকটা বিশ্বাসে ভর করে ঝাঁপ দেওয়ার মতো৷ দীর্ঘ হতাশার পরে মানুষ সেটা চান কিনা, সেটাই দেখার৷’’
advertisement
advertisement
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন, ২০২৫ এর বিহার বিধানসভা নির্বাচনে তাঁর দল জন সুরজ পার্টি হয় ১০ টা আসন পাবে, নয় ১৫০টার বেশি৷
এবারের নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন তিনি৷ কেন এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নেরও উত্তর দেন পিকে৷ তাঁর যুক্তি, ‘‘আমি কখনই ঘোষণা করিনি যে কোথাও কোনও কেন্দ্র থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব৷ আমি বলেছিলাম, আমি যদি ভোটে লড়ি, তাহলে কারগহর থেকে লড়ব৷ আমি X- ফ্যাক্টর নই৷’’
advertisement
প্রশান্তের দাবি, ‘‘যখন ১৪ নভেম্বর ভোটের রেজাল্ট বেরবে, তখন জন সুরজ কটা আসনে জিতল সেটা বড় হবে, নাকি আমি ভোটে লড়লাম কি না সেটা বড় হবে? সাধারণ ভাবে যে ছবিটা তুলে ধরা হয়েছে, যেন এনডিএ আর মহাগঠবন্ধন জোট ছাড়া বিহারে আর কোনও বিকল্প নেই, এই মনে হওয়াটা এক কথা, আর বাস্তবটা আরেক৷ পরিসংখ্যান বলছে বিহারের এক তৃতীয়াংশ মানুষ না জোটে ভোট দিতে চায়, না এনডিএ-কে৷ আমার মনে হয়, অন্তত ১৬০-১৭০টি আসনে জন সুরজ পার্টি ত্রিমুখী লড়াইয়ের কারণ হবে৷’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: বিহারে ক’টা আসন পাবে প্রশান্ত কিশোরের দল...নিজেই ভবিষ্যৎবাণী করলেন পিকে, সংখ্যাটা শুনবেন?
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement