Suvendu Adhikari: আবারও বিতর্কে শুভেন্দু...কমিশনের কড়া পদক্ষেপ! বিহারের উদাহরণ টেনে BLO-দের ‘হুমকি,’ অভিযোগে কমিশনে চিঠি তৃণমূলের

Last Updated:

সম্প্রতি, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, ‘‘বিহারে কিন্তু ৫২ জন বিএলও এখনও জামিন পাননি৷ আপনাকে কিন্তু জেলে পাঠাতে হবে৷ আর জেলে যাওয়ার জন্য যে যে ডকুমেন্ট লাগবে সব আমরা জোগাড় করে দেব৷’’

News18
News18
কলকাতা: SIR-এর কাজে নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে তীব্র আপত্তি তৃণমূলের। এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল৷ তৃণমূলের তরফে পাঠানো চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, ‘BLO-দের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হচ্ছে। তা অপরাধমূলক হুমকি৷’ এর বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে৷
সম্প্রতি, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, ‘‘বিহারে কিন্তু ৫২ জন বিএলও এখনও জামিন পাননি৷ আপনাকে কিন্তু জেলে পাঠাতে হবে৷ আর জেলে যাওয়ার জন্য যে যে ডকুমেন্ট লাগবে সব আমরা জোগাড় করে দেব৷’’
advertisement
advertisement
শুভেন্দু অধিকারীর মন্তব্যের সেই ভিডিও রেকর্ড যোগ করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। অভিযোগ পত্রে বলা হয়েছে, এটি ভারতীয় ন্যায়সংহিতার ৩৫১ ধারার অপরাধমূলক হুমকির অন্তর্ভুক্ত৷ তাই তাদের দাবি, আইনত ব্যবস্থা নেওয়া হোক, অভিযোগ পত্রে উল্লেখ।
advertisement
এদিকে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের করা অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলাশাসককে দ্রুত রিপোর্ট দিতে বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ভিডিও রেকর্ডিং দেওয়ার নির্দেশ। যত দ্রুত সম্ভব পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে রিপোর্ট দিতে বলা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর।
সহ প্রতিবেদক সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: আবারও বিতর্কে শুভেন্দু...কমিশনের কড়া পদক্ষেপ! বিহারের উদাহরণ টেনে BLO-দের ‘হুমকি,’ অভিযোগে কমিশনে চিঠি তৃণমূলের
Next Article
advertisement
Indian Railways: বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
  • বৃহন্নলা সেজে ট্রেনে উঠে যাত্রীদের হয়রানি৷

  • যাত্রী হয়রানি উঠতে কড়া পদক্ষেপ রেলের৷

  • রেল মদদ পোর্টাল, ১৩৯-এ ফোন করলে দ্রুত ব্যবস্থা৷

VIEW MORE
advertisement
advertisement