Abhishek Banerjee: জগন্নাথ সরকারের ‘কাঁটাতার’ মন্তব্যে তোলপাড়! পাল্টা ‘চ্যালেঞ্জ’ ছুঁড়লেন অভিষেক, সরাসরি নাড্ডাকে

Last Updated:

তৃণমূল সাংসদ বলেন, ‘‘এটি জাতীয়তাবাদ নয় - এটি প্রতারণা। "এসআইআর" নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা বিজেপির ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে - ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার একটি বিপজ্জনক মিশ্রণ! তাদের নিজস্ব কথাগুলি দেখুন এবং সিদ্ধান্ত নিন কে বাংলাকে বোকা বানাচ্ছে।’’

News18
News18
কলকাতা: ‘‘আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’’ ভোটে জিতলে দুই বাংলা এক করে দেওয়ার ‘প্রতিশ্রুতি’ দিয়ে খাল কেটে বিতর্ক ডেকে এনেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার৷ বিজেপি সাংসদের সংযোজন ছিল, ‘‘তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।’’ সাংসদের এহেন মন্তব্যের তুমুল সমালোচনা শোনা গিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের নেতাদের তরফে৷ এবার জগন্নাথ সরকারের মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য নিয়ে যখন জোর রাজনৈতিক মহবে। তখন সরাসরি রানাঘাটের সাংসদকে সরাসরি রাজনৈতিক আক্রমণ করলেন অভিষেক৷ বললেন, ‘‘বিজেপি নেতৃত্বের ভণ্ডামি আরও গভীরে নেমে এসেছে। @BJP4India রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমানা থাকবে না – উভয় দেশ আবার এক হয়ে যাবে!’’
advertisement
advertisement
অভিষেকের কটাক্ষ, ‘‘@HMOIndia সহ একই বিজেপি সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে চলেছে৷ যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি @BJP4India @JPNadda কে চ্যালেঞ্জ জানাচ্ছি যে এই সাংসদকে অবিলম্বে বরখাস্ত করুন। তাদের নীরবতা কেবল প্রকাশ করবে যে তিনি শীর্ষনেতার পূর্ণ সম্মতিতে কথা বলেছেন।’’
advertisement
তৃণমূল সাংসদ বলেন, ‘‘এটি জাতীয়তাবাদ নয় – এটি প্রতারণা। “এসআইআর” নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা বিজেপির ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে – ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার একটি বিপজ্জনক মিশ্রণ! তাদের নিজস্ব কথাগুলি দেখুন এবং সিদ্ধান্ত নিন কে বাংলাকে বোকা বানাচ্ছে।’’
advertisement
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির একটি সভায় বক্তৃতায় করেছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার৷ সেখানে বেশ কয়েকজন পদ্মশিবিরে যোগ দেন৷ সেখানে জগন্নাথ বলেছিলেন, ‘‘কথা দিচ্ছি, এ বারের ভোটে (বিধানসভা) আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’’
বিজেপি সাংসদের সংযোজন, ‘‘তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।’’
advertisement
বাংলার সাংসদের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জগন্নাথের মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল। এক দিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। অন্য দিকে তারাই বলছে, ‘কাঁটাতার তুলে দেব।’ তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: জগন্নাথ সরকারের ‘কাঁটাতার’ মন্তব্যে তোলপাড়! পাল্টা ‘চ্যালেঞ্জ’ ছুঁড়লেন অভিষেক, সরাসরি নাড্ডাকে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement