Election Commission: আজ থেকেই শুরু SIR-এর ট্রেনিং! বিএলও-দের প্রশিক্ষণ চলবে কতদিন? জারি ১৬ দফা গাইডলাইন

Last Updated:

Election Commission: এস আই আর বা SIR নিয়ে আজ, শনিবার থেকে শুরু হচ্ছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ

আজ থেকেই শুরু SIR-এর ট্রেনিং! বিএলও-দের প্রশিক্ষণ চলবে কতদিন? জারি ১৬ দফা গাইডলাইন
আজ থেকেই শুরু SIR-এর ট্রেনিং! বিএলও-দের প্রশিক্ষণ চলবে কতদিন? জারি ১৬ দফা গাইডলাইন
কলকাতা: এস আই আর বা SIR নিয়ে আজ, শনিবার থেকে শুরু হচ্ছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য ১৬ দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন। মূলত বুথ লেভেল অফিসারদের এই প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট, কমিশনের টুপি দেওয়া হবে। দেওয়া হবে কমিশনের এস আই আর সংক্রান্ত গাইডলাইন।
ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি হয়েছে বিশেষ অ‍্যাপস। সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৩ তারিখের মধ্যে জেলায় জেলায় বি.এল.ও-দের প্রশিক্ষণ কর্মসূচি শেষ করতে হবে। জেলায় জেলায় নির্দেশ দিয়েছে কমিশন। আজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বুথ স্তরের আধিকারিক, বিএলও-দের প্রশিক্ষণ।
advertisement
advertisement
এরপর আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তাঁদের বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্মের কাজ করতে হবে এনিউমারেটর হিসেবে৷ প্রশিক্ষণের জন্য বিধানসভা ভাগ করে দেওয়া হয়েছে। সেই বিভাজনের ভিত্তিতে সারা রাজ্যে একেকটি ভেন্যুতে চলবে প্রশিক্ষণ।
advertisement
ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, টালিগঞ্জ, কসবা, যাদবপুর মেটিয়াবুরুজ বেহালা পূর্ব বেহালা পশ্চিম-সহ দক্ষিণ কলকাতার বিধানসভা কেন্দ্রগুলির প্রশিক্ষণ হচ্ছে। নজরুল মঞ্চে, প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ ভাগ করে এই প্রশিক্ষণ পর্ব চলবে।
বুথ লেভেল অফিসারদের পাশাপাশি বুথ লেভেল এজেন্টদেরও এবার প্রশিক্ষণ। বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টের (BLA) প্রশিক্ষণ শেষ করার নির্দেশ আগামী ৩রা নভেম্বরের মধ্যে। জেলাশাসক তথা ডিসট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ নির্বাচন কমিশনের। পরবর্তীতে ও যদি বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দল নিয়োগ করে তাদের প্রশিক্ষণও পরে দেওয়া হবে। সেই প্রস্তুতিও তৈরি করতে হবে। কমিশনের নির্দেশ বিভিন্ন জেলার জেলাশাসকদের। রাজ্যের ৮০ হাজারেরও বেশি বুথের জন্য এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল মোট ১৭ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট দিতে পেরেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: আজ থেকেই শুরু SIR-এর ট্রেনিং! বিএলও-দের প্রশিক্ষণ চলবে কতদিন? জারি ১৬ দফা গাইডলাইন
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement