Pakistan: পাক আর্মি কনভয়ে হামলা! বালোচ বিদ্রোহীদের হাতে নিহত ৯ সেনা, ফের উত্তপ্ত বালোচিস্তান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Pakistan: পাকিস্তান সৈন্যের একটি কনভয়ের উপর হামলা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (BLA)।
ইসলামাবাদ: ফের অস্থির বালোচিস্তান। সূত্রের খবর, পাকিস্তান সৈন্যের একটি কনভয়ের উপর হামলা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (BLA)। বিএলএ-র দাবি, ঘটনায় নিহত ৯ সেনা। নিহতদের মধ্যে, এলিট স্পেশাল সার্ভিসেস গ্রুপ (SSG)-এর দুইজন কমান্ডোও ছিলেন।
সূত্রের খবর বালোচ লিবারেশন আর্মি কালাত জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি কনভয়কে আক্রমণ করে। BLA-এর দাবি, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে আক্রমণের ক্ষেত্রে আধুনিক অস্ত্র এবং উন্নত কৌশল ব্যবহার করেছে তারা। স্নাইপার এবং রকেট-প্রপেলড গ্রেনেড (RPGs) ব্যবহার করে হামলা চালানো হয়। RPG হামলায় দুটি সামরিক যান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটিতে অপারেশনের আঘাত স্পষ্ট।
advertisement
advertisement
তীব্র গুলির বিনিময় প্রায় ৫০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানা গিয়েছে। হামলায় নিহত নিরাপত্তা কর্মীদের মধ্যে নাইক তারিক, সিপাই মুজাম্মিল, সিপাই ফারাজ, সিপাই আজম নওয়াজ, ল্যান্স নাইক শাহজাহান এবং সিপাই আবশার, পাশাপাশি দুইজন SSG কমান্ডো এবং একজন নামহীন সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। দিন দিন বালোচিস্তান লিবেরেশন আর্মি এবং পাকিস্তানি সৈন্যদের মধ্যে বাড়ছে সংঘর্ষের পরিমাণ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 10:07 AM IST

