Bengaluru: ফল কিনতে গিয়ে সমস্যা, ভাষা-বিতর্ক বেঙ্গালুরুতে

Last Updated:

হিন্দি কথা কিছুই বুঝতে পারছেন না মহিলা। বারবার জিজ্ঞেস করছেন। বিক্রেতাও একই কথা বারবার বলে যাচ্ছে হিন্দিতে।

বেঙ্গালুরু:  ভাষা নিয়ে দক্ষিণ ভারত বরাবরই আবেগপ্রবণ। হিন্দি ‘চাপিয়ে দেওয়ার’ বিরুদ্ধেও সোচ্চার। এর মধ্যেই সামনে এল এক অন্যরকমের ছবি। হিন্দি ভাষাভাষীদের প্রতি ‘সদয়’ হওয়ার আহ্বান জানালেন এক বেঙ্গালুরুবাসী।
উত্তর ভারতের এক বাসিন্দা ফলের দোকান দিয়েছেন বেঙ্গালুরুতে। আনারস বিক্রি করছেন তিনি। এক মহিলা এসে দাম জিজ্ঞেস করলেন। বিক্রেতা হিন্দিতে বললেন, “একটা নিলে ৪০ টাকা, তিনটে নিলে ১০০ টাকা।’’
হিন্দি কথা কিছুই বুঝতে পারছেন না মহিলা। বারবার জিজ্ঞেস করছেন। বিক্রেতাও একই কথা বারবার বলে যাচ্ছে হিন্দিতে। তাঁদের অবস্থা দেখে এগিয়ে আসেন আরেক বেঙ্গালুরুবাসী। তিনি কন্নড় ভাষায় মহিলাকে বিষয়টা বুঝিয়ে দেন। হাঁফ ছেড়ে বাঁচেন বিক্রেতা।
advertisement
advertisement
কিন্তু মহিলা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন। দোকানদার কেন কন্নড় না শিখে বেঙ্গালুরুতে ব্যবসা করতে এসেছেন? এই নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তিনি। আশপাশের লোক জড়ো হয়ে যায়। তাঁরাও মহিলার সঙ্গে একমত, ঠিকই তো, কন্নড় না জেনে কেন এখানে ব্যবসা করতে আসবে?
advertisement
বিক্রেতার তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। তিনি সবার কাছে হাতজোড় করে ক্ষমা চান। কোনওরকমে জানান, মাত্র এক সপ্তাহ হল এসেছেন। খুব তাড়াতাড়িই তিনি কন্নড় শিখে নেবেন। এরপর রেডিট-এর বেঙ্গালুরু কমিউনিটিতে পুরো ঘটনার বর্ণনা দিয়ে তিনি প্রশ্ন করেছেন, “আমরা কী হিন্দি ভাষাভাষীদের প্রতি একটু সদয় হতে পারি না?’’
আরও পড়ুনঃ ফের গাফিলতি! অল্পের জন‍্য বড় বিপদ থেকে বাঁচল বাঁকুড়া মেডিক্যাল কলেজের মেয়েরা
এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বেঙ্গালুরুর অনেক বাসিন্দাই। তাঁরা লিখেছেন, “আজকাল বেঙ্গালুরুর সবাই কেমন যেন হয়ে গিয়েছে। একজন গরিব ফল বিক্রেতা। সে বেচারা এখন নতুন একটা ভাষা শিখবে কী করে! এগুলো ‘টিপিক্যাল হাই ক্লাস অয়াটিচিউড’।’’
advertisement
আরেক রেডিট ইউজার লিখেছেন, “কন্নড় শিখুন’ বললেই কি কন্নড় শেখা যায়? শিখবে কোথা থেকে? আমি নিজে বেশ কয়েকটা বইয়ের দোকান ঘুরেছি, কিন্তু কন্নড় ভাষাশিক্ষার কোনও বই পাইনি। অথচ ইংরেজি শেখার প্রচুর বই ছিল। হ্যাঁ, এখন ইন্টারনেটে সবই পাওয়া যায়। ই-কোর্সও করা যায়। কিন্তু একজন সাধারণ মানুষ কীভাবে শিখবে যে ইংরেজিটাও জানে না?’’
advertisement
এখানেই না থেমে তিনি আরও লিখেছেন, “স্থানীয়দের দাবি হল, এই রাজ্যে আসা সবাই কন্নড় ভাষায় কথা বলুক। যেন তারা এখানেই জন্মেছে, বেড়ে উঠেছে। এ তো অবাস্তব দাবি। সহকর্মীদের সঙ্গেও এই নিয়ে কথা হয়েছিল একবার। তাদের বক্তব্য, ইংরেজি জানলেই যথেষ্ট। তাহলে কন্নড়টা শিখবে কী করে?’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru: ফল কিনতে গিয়ে সমস্যা, ভাষা-বিতর্ক বেঙ্গালুরুতে
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement